শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?
সুভাষ হালদার, সিনিয়র সহকারী শিক্ষক আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

৫৩। নিচের কোন বানানটি সঠিক?

ক) বিদূষী

খ) বিদুষী

গ) স্বরস্বতী

ঘ) জননি

সঠিক উত্তর : খ) বিদুষী

৫৪। ‘ছেলেটি অঙ্কে কঁাচা’ এখানে ‘কঁাচা’ কী অথের্ ব্যবহৃত হয়েছে?

ক) অপক্ব

খ) অপরিণত

গ) অদক্ষ

ঘ) দুবর্ল

সঠিক উত্তর : ঘ) দুবর্ল

৫৫। ‘পবর্ত’ শব্দের সমাথর্ক শব্দ কোনটি?

ক) পাহাড়

খ) ভ‚ধর

গ) দ্যুলোক

ঘ) বীম

সঠিক উত্তর : খ) ভ‚ধর

৫৬। ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অথর্ কোনটি?

ক) সবর্স্বান্ত

খ) ভাগ্যহীন

গ) মন্দভাগ্য

ঘ) হতভাগ্য

সঠিক উত্তর : গ) মন্দভাগ্য

৫৭। সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?

ক) দশর্ন

খ) সমিতি

গ) পবর্ত

ঘ) মানুষ

সঠিক উত্তর : খ) সমিতি

৫৮। ‘নিরীহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) অভদ্র

খ) শান্ত

গ) দুদার্ন্ত

ঘ) বাচাল

সঠিক উত্তর : গ) দুদার্ন্ত

৫৯। কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে?

ক) সাপুড়ে সাপ খেলায়

খ) শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

গ) শোভন বই পড়ে

ঘ) সে পাস করে গেল

সঠিক উত্তর : ঘ) সে পাস করে গেল

৬০। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?

ক) চতুথর্

খ) পঞ্চম

গ) ষষ্ঠ

ঘ) সপ্তম

সঠিক উত্তর : ক) চতুথর্

৬১। আঞ্চলিক ভাষার অপর নাম কী?

ক) প্রমিত ভাষা

খ) উপভাষা

গ) চলিত ভাষা

ঘ) সাধু ভাষা

সঠিক উত্তর : খ) উপভাষা

৬২। বাংলা ভাষার ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক) পঁাচ

খ) চার

গ) তিন

ঘ) দুই

সঠিক উত্তর : ঘ) দুই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে