শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

গণিত

১ গজ কত ফুট?
রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

৩৯। ল্যাটিন ভাষায় মি.লি. অথর্ কী?

ক. দশমাংশ

খ. শতাংশ

গ. সহস্রাংশ

ঘ. অযুতাংশ

সঠিক উত্তর : গ. সহস্রাংশ

৪০। একটি চতুভুের্জর বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবতীর্ দূরত্বকে কীবলে?

ক. মধ্যমা

খ. লম্ব

গ. কণর্

ঘ. ব্যাস

সঠিক উত্তর : গ. কণর্

৪১। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে

র. একটি কোণসমকোণ

রর. দুইটি কোণসূক্ষকোণ

ররর. একটি কোণ স্থূলকোণ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৪২। ১ গজ কত ফুট?

ক. ২ ফুট

খ. ৩ ফুট

গ. ৪ ফুট

ঘ. ১০ ফুট

সঠিক উত্তর : খ. ৩ ফুট

৪৩। একটি বগার্কার ক্ষেত্রের বাহুর দৈঘ্যর্ ১৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

ক. ২২৫ মিটার

খ. ২২৫ বগির্মটার

গ. ২২৫ ঘনমিটার

ঘ. ২২৫০০ বগর্ সে.মি.

সঠিক উত্তর : খ. ২২৫ বগির্মটার

৪৪। একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ১০০ মিটার। দৈঘর্্য প্রস্থের দেড় গুণ হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত?

ক. ২০ মিটার

খ. ৩০ মিটার

গ. ৫০ মিটার

ঘ. ৬০০ বগির্মটার।

সঠিক উত্তর : ক. ২০ মিটার

৪৫। র. ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ হচ্ছে =

ভূমির পরিমাপ দ্ধ উচ্চতার পরিমাপ

রর. আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ হচ্ছে = দৈঘ্যর্ দ্ধ প্রস্থ

ররর. তরল পদাথের্র আয়তন পরিমাপের একক লিটার।

নিচের কোনটি সঠিক-

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21098 and publish = 1 order by id desc limit 3' at line 1