শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি জীববিজ্ঞান ও পদাথির্বজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির
আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা য়
  ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

১৫. ঝযধৎবধ ৎড়নঁংঃধ উদ্ভিদ জন্মে Ñ

ক. মধুপুর বনে

খ. বগুড়া অঞ্চলে

গ. সুন্দরবনে

ঘ. সিলেট বনে

সঠিক উত্তর: ক. মধুপুর বনে

১৬. নিচের কোনটি থেকে ঈঋঈ নিগর্ত হয় না?

ক. রেফ্রিজারেটর

খ. এয়ার কন্ডিশনার

গ. কাগজের মিল

ঘ. প্লাস্টিক কারখানা

সঠিক উত্তর: গ. কাগজের মিল

১৭. কোনটি প্রাণীর সঙ্গে জড়িত নয়?

ক. ঋষড়ৎধ

খ. ঋধঁহধ

গ. অৎঃযৎড়ঢ়ড়ফধ

ঘ. গড়ষষঁংপধ

সঠিক উত্তর: ক. ঋষড়ৎধ

১৮. রক্ত জমাট বঁাধার জন্য প্রয়োজন নেই Ñ

ক. প্লেইটলেট

খ. ফিব্রিনোজেন

গ. ইনসুলিন

ঘ. প্রোথ্রোম্বিন

সঠিক উত্তর: গ. ইনসুলিন

১৯. উবষড়হরী ৎবমরধ কোনটির বৈজ্ঞানিক নাম?

ক. কৃষ্ণচ‚ড়া

খ. অশোক

গ. অড়হর

ঘ. ছোলা

সঠিক উত্তর: ক. কৃষ্ণচূড়া

পদাথির্বজ্ঞান

১. স্প্রিং নিক্তিতে একবার পৃথিবীতে ও আর একবার চন্দ্রে কোনো বস্তুর ওজন নিলে কী হয়?

ক. পৃথিবীতে ওজন কম হবে

খ. চন্দ্রে ওজন বেশি হবে

গ. ওজনের তারতম্য হবে

ঘ. ওজনের তারতম্য হবে না

সঠিক উত্তর: গ. ওজনের তারতম্য হবে

২. একটি স্ফেরোমিটারের ক্রোকার স্কেল ১০০ ভাগে বিভক্ত। স্কেলটিকে একবার ঘুরালে স্ক্রু ০.৫ মি. মি. সরে যায় স্ফেরোমিটারের লঘিষ্ঠ মান হবে Ñ

ক. ০.০৫ মি. মি.

খ. ০.০০৫ মি. মি.

গ. ৫.০ মি.মি.

ঘ. ০.৫ মি.মি.

সঠিক উত্তর: খ. ০.০০৫ মি. মি.

৩. স্ফুটন সম্পকের্ কোন উক্তিটি সত্য নয়?

ক. তরলের সব অংশে সংঘটিত হয়

খ. শুধু নিদির্ষ্ট তাপমাত্রায় ঘটে

গ. একটি মন্থর প্রক্রিয়া

ঘ. এর হার সমগ্র তরলের আয়তনের ওপর নিভর্রশীল

সঠিক উত্তর: গ. একটি মন্থর প্রক্রিয়া

৪. একটি সম্পূণর্ দৃঢ় বস্তুর আয়তন গুণাঙ্কের মান Ñ

ক. শূন্য

খ. এক

গ. শূন্যের চেয়ে বড় একটি ধ্রুব সংখ্যা

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর: ঘ. কোনোটিই নয়

৫. উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা Ñ

ক. বৃদ্ধি পায়

খ. হ্রাস পায়

গ. অপরিবতির্ত থাকে

ঘ. কখনো বাড়ে কখনো কমে

সঠিক উত্তর: খ. হ্রাস পায়

৬. হাইড্রোলিক প্রেস তৈরি হয়েছে কোন সূত্র দ্বারা?

ক. নিউটনের সূত্র

খ. প্যাসকেলের সূত্র

গ. আকিির্মডিসের সূত্র

ঘ. বয়েলের সূত্র

সঠিক উত্তর: খ. প্যাসকেলের সূত্র

৭. কোনটি সঠিক?

ক. ৫ প = ৫ ঋ-৩২

খ. ৫ প = ৯ ঋ

গ. ৫ প = ৯ ঋ-৩২

ঘ. ৫ প = ১১ ঋ-৩২

সঠিক উত্তর: গ. ৫ প = ৯ ঋ-৩২

৮. যদি ২৭টি একই আকারে ক্ষুদ্র ধাতব গোলককে গলাইয়া একটি বড় গোলকে পরিণত করা হয় তবে উহার ব্যাসাধর্ ছোট গোলকের কতগুণ হবে?

ক. তিনগুণ

খ. ৯ গুণ

গ. দ্বিগুণ

ঘ. চারগুণ

সঠিক উত্তর: ক. তিনগুণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21230 and publish = 1 order by id desc limit 3' at line 1