শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএস প্রস্তুতি (সাধারণ জ্ঞান)

জিনাত বিনতে জামান প্রভাষক, ঢাকা কলেজ য়
  ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

১. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? ক. ৮ সেপ্টেম্বর খ. ৫ সেপ্টেম্বর গ. ৮ অক্টোবর ঘ. ৯ অক্টোবর উত্তর : ক. ৮ সেপ্টেম্বর ২. ডোভার প্রণালি কোন দুটি দেশকে পৃথক করেছে? ক. তাইওয়ান-চীন খ. আরব-ইরান গ. কোরিয়া-জাপান ঘ. ফ্রান্স-ব্রিটেন উত্তর : ঘ. ফ্রান্স-ব্রিটেন ৩. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে- ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া গ. সৌদি আরব ঘ. স্পেন উত্তর : খ. রাশিয়া ৪. ইরান কত তারিখে প্রথম পরমাণু বিদু্যৎকেন্দ্র চালু করে? ক. ২০ আগস্ট ২০১০ খ. ২১ আগস্ট ২০১০ গ. ২২ আগস্ট ২০১০ ঘ. ২৯ আগস্ট ২০১০ উত্তর : খ. ২১ আগস্ট ২০১০ ৫. 'এডেন' কোন দেশের সমুদ্র বন্দর? ক. ইয়েমেন খ. মিসর গ. জর্ডান ঘ. পর্তুগাল উত্তর : ক. ইয়েমেন ৬. 'মাদাগাস্কার' দ্বীপটি কোথায় অবস্থিত? ক. প্রশান্ত মহাসাগরে খ. জাপানে গ. ভারত মহাসাগরে ঘ. ডেনমার্কে উত্তর : গ. ভারত মহাসাগরে ৭. জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? ক. চীন খ. জাপান গ. ভারত ঘ. আফগানিস্তান উত্তর : ক. চীন ৮. আলবেনিয়ার রাজধানীর নাম কী? ক. রিকজাভিক খ. ইয়েরেভান গ. তিরানা ঘ. আলবেনিয়ান উত্তর : গ. তিরানা ৯. নিকারাগুয়ার মুদ্রার নাম কী? ক. ম্যানগুয়া খ. কর্ডোবা গ. ডলার ঘ. পেসো উত্তর : খ. কর্ডোবা ১০. ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী? ক. কংগ্রেস খ. লর্ড সভা গ. আইনসভা ঘ. সিনেট উত্তর : খ. লর্ড সভা ১১. বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়- ক. ১ জানুয়ারি ১৯৯১ খ. ১ জানুয়ারি ১৯৯২ গ. ১ জানুয়ারি, ১৯৯৩ ঘ. ১ জানুয়ারি ১৯৯০ উত্তর : গ. ১ জানুয়ারি, ১৯৯৩ ১২. তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? \হক. পঞ্চদশ খ. চর্তুদশ গ. ত্রয়োদশ ঘ. দ্বাদশ উত্তর : ক. পঞ্চদশ ১৩. কবে থেকে দেশে ১০০০ টাকার নোট চালু হয়? ক. ২৫ অক্টোবর, ২০০৮ খ. ২৬ অক্টোবর, ২০০৮ গ. ২৭ অক্টোবর, ২০০৮ ঘ. ২৮ অক্টোবর, ২০০৮ উত্তর : গ. ২৭ অক্টোবর, ২০০৮ ১৪. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? ক. সুইডেন খ. বেলজিয়াম গ. ডেনমার্ক ঘ. নরওয়ে উত্তর : ঘ. নরওয়ে ১৫. অঘতটঝ কোন ধরনের সংগঠন? ক. অর্থনৈতিক খ. রাজনৈতিক গ. আঞ্চলিক ঘ. সামরিক উত্তর : ঘ. সামরিক ১৬. কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? ক. হরতাল খ. জরুরি আইন গ. অবরোধ ঘ. লকআউট উত্তর : খ. জরুরি আইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে