শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ২৫ মে ২০১৯, ০০:০০
স্বরধ্বনি

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে

বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

ভাষা ও বাংলা ভাষা

২৪. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তাকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা

খ. সামাজিক ভাষা

গ. উপভাষা

ঘ. কথ্য ভাষা

সঠিক উত্তর : ঘ. কথ্য ভাষা

২৫. ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে?

ক. প্রমিত ভাষা

খ. ব্যক্তিভাষা

গ. উপভাষা

ঘ. কথ্যভাষা

সঠিক উত্তর : খ. ব্যক্তিভাষা

২৬. সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে কী ভাষা বলে?

ক. আঞ্চলিক ভাষা

খ. সামাজিক ভাষা

গ. উপভাষা

ঘ. কথ্যভাষা

সঠিক উত্তর : খ. সামাজিক ভাষা

২৭. সামাজিক ভাষা কত প্রকার?

ক. দুই প্রকার

খ. তিন প্রকার

গ. চার প্রকার

ঘ. পাঁচ প্রকার

সঠিক উত্তর : ক. দুই প্রকার

২৮. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?

ক. উচ্চশ্রেণির ভাষা

খ. উচ্চভাষা

গ. অভিজাত ভাষা

ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা

সঠিক উত্তর : ক. উচ্চশ্রেণির ভাষা

ধ্বনি, বর্ণ, সন্ধি

১. ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত, সেগুলোকে একত্রে কী বলে?

ক. শ্বাসনালি

খ. স্বরযন্ত্র

গ. গলনালি

ঘ. বাগ্যন্ত্র

সঠিক উত্তর : ঘ. বাগ্যন্ত্র

২. বাগ্যন্ত্রের সাহায্যে আমরা কী উৎপাদন করি?

ক. ধ্বনি

খ. বর্ণ

গ. শব্দ

ঘ. বাক্য

সঠিক উত্তর : ক. ধ্বনি

৩. যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে?

ক. স্বরধ্বনি

খ. স্বরবর্ণ

গ. ব্যঞ্জনধ্বনি

ঘ. ব্যঞ্জনবর্ণ

সঠিক উত্তর : ক. স্বরধ্বনি

৪. কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়?

ক. অ

খ. আ

গ. ই

ঘ. উ

সঠিক উত্তর : গ. ই

৫. স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ?

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

সঠিক উত্তর : খ. তিনটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<50910 and publish = 1 order by id desc limit 3' at line 1