শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

নতুনধারা
  ২১ জুলাই ২০১৯, ০০:০০
১২টি পেস্নট্লএবং ২০টি কাপের মূল্য ৩৯২০ হলে একটি পেস্নটের মূল্য কত ?

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত থেকে সমস্যা ও সমাধান দেয়া হলোতাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়

প্রশ্ন : ১২টি পেস্নট্লএবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি পেস্নটের মূল্য কত?

সমাধান : প্রশ্নমতে,

১টি কাপের মূল্য ১৪৫ টাকা

২০টি কাপের মূল্য (১৪৫ ী ২০) টাকা = ২৯০০ টাকা।

দেয়া আছে,

১২টি পেস্নট্লএবং ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা

২০টি কাপের মূল্য (-) ২৯০০ টাকা

১২টি পেস্নর্টেলমূল্য ১০২০ টাকা

১টি পেস্নটের মূল (১০২০ গু ১২) টাকা = ৮৫ টাকা

উত্তর : ৮৫ টাকা।

প্রশ্ন : একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেনসিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোনী ২৫ টাকায় বিক্রি হয়। আমরা ৪টি খাতা, ৮টি পেনসিল এবং ২টি জ্যামিতিক ত্রিকোনী কেনার সময় ৫০০ টাকার নোট দিলে কত টাকা ফেরত পাব?

সমাধান : প্রশ্নমতে,

১টি খাতা ১৮ টাকা

৪টি খাতা (১৮ ক্ম ৪) টাকা = ৭২ টাকা

১টি পেনসিল ৮ টাকা

৮টি পেনসিল (৮ ক্ম ৮) টাকা = ৬৪ টাকা।

১টি জ্যামিতিক ত্রিকোনী ২৫ টাকা

২টি জ্যামিতিক ত্রিকোনী (২৫ ক্ম ২) টাকা = ৫০ টাকা।

এখানে,

৪টি খাতা ৭২ টাকা

৮টি পেনসিল ৬৪ টাকা

২টি জ্যামিতিক ত্রিকোনী (+) ৫০ টাকা

মোট জিনিস কেনা হলো = ১৮৬ টাকার

এখন,

দোকানে দেয়া হলো ৫০০ টাকা

মোট জিনিস কেনা হলো (-) ১৮৬ টাকার

আমরা ফেরত পাব ৩১৪ টাকা

উত্তর : ৩১৪ টাকা।

প্রশ্ন : জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন?

সমাধান : প্রশ্নমতে,

১ কেজি চালের দাম ৩৮ টাকা

৪০ কেজি চালের দাম (৩৮ ক্ম ৪০) টাকা = ১৫২০ টাকা।

এখন, চাল ১৫২০ টাকা

সয়াবিন ২৬৫ টাকা

মাছ (+) ৫৮৮ টাকা

চাল, তেল ও মাছের মোট মূল্য = ২৩৭৩ টাকা

এখানে,

জাহিদুল হাসান দোকানদারকে দিলেন ৩০০০ টাকা

চাল, তেল ও মাছের মোট মূল্য (-) ২৩৭৩ টাকা

দোকানদার তাকে ফেরত দেবেন ৬২৭ টাকা

উত্তর : ৬২৭ টাকা।

প্রশ্ন : ২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা। একটি গরুর মূল্য কত?

সমাধান : প্রশ্নমতে,

১টি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা

৩টি ছাগলের মূল্য (৪৫৬০ ক্ম ৩) টাকা = ১৩৬৮০ টাকা

দেয়া আছে,

২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা

৩টি ছাগলের মূল্য (-)১৩৬৮০ টাকা

২টি গরুর মূল্য ৩১৪০০ টাকা

১টি গরুর মূল্য (৩১৪০০ গু ২) টাকা = ১৫৭০০ টাকা।

উত্তর : ১৫,৭০০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59128 and publish = 1 order by id desc limit 3' at line 1