শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ২৬ জুলাই ২০১৯, ০০:০০
সমরেশ বসু

প্রশ্ন : সমরেশ বসুর ছদ্মনাম কী?

উত্তর : কালকূট।

প্রশ্ন : সত্যেন্দ্রনাথ দত্তর উপাধি কী?

উত্তর : ছন্দের যাদুকর।

প্রশ্ন : সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?

উত্তর : নীল লোহিত।

প্রশ্ন : সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি কী?

উত্তর : ক্লাসিক কবি।

প্রশ্ন : সুকান্ত ভট্টাচার্যর উপাধি কী?

উত্তর : কিশোর কবি।

প্রশ্ন : সুভাষ মুখোপাধ্যায়ের উপাধি কী?

উত্তর : পদাতিকের কবি।

প্রশ্ন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি কী?

উত্তর : স্বপ্নাতুর কবি।

প্রশ্ন : হেমচন্দ্র এর উপাধি কী?

উত্তর : বাংলার মিল্টন।

প্রশ্ন : মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর মহাকাব্যের নাম কী?

উত্তর : মেঘনাথ বধ কাব্য (১৮৬১)

প্রশ্ন : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যয় মহাকাব্যের নাম কী?

উত্তর : বৃত্রসংহার (১৮৭৫)

প্রশ্ন : নবীনচন্দ্র সেন মহাকাব্যের নাম কী?

উত্তর : রৈবতক (১৮৭৫), করুক্ষেত্র (১৮৯৩), প্রভাস (১৮৯৬)

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59778 and publish = 1 order by id desc limit 3' at line 1