শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২০ আগস্ট ২০১৯, ০০:০০

আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো

অষ্টম অধ্যায়

১৫। গড় নির্ণয়ে একাধিক রাশির কী করতে হয়?

উত্তর : যোগফল

১৬। তিনটি সংখ্যার গড়ের অর্ধেক ৩ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?

উত্তর : ১৮

১৭। ১২, ০ ও ১৮ এর গ.সা.গু. কত?

উত্তর : ১০

নবম অধ্যায়

১। শতকরা কী?

উত্তর : একটি ভগ্নাংশ যার হর ১০০

২। শতকরা প্রকাশের চিহ্নটি লিখ।

উত্তর : %

৩। কে শতকরায় প্রকাশ কর।

উত্তর : ৬০%

৪। ৩৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।

উত্তর :

৫। লাভ বা ক্ষতি কীসের ওপর নির্ভর করে?

উত্তর : ক্রয়মূল্যের উপর

৬। লাভ নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য

৭। ক্ষতি নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য

৮। শতকরা মুনাফার হার নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : শতকরা মুনাফার হার =

৯। ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?

উত্তর : লাভ

১০। ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে কী হয়?

উত্তর : ক্ষতি

১১। ১০০ টাকায় ১ বছরে যে মুনাফা হয় তাকে কী বলে?

উত্তর : শতকরা মুনাফার হার

১২। এক কেজি আম ১০০ টাকায় ক্রয় কওে ৯৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

উত্তর : ৫ টাকা ক্ষতি হবে

১৩। ৪০ টাকার ৪০% = কত?

উত্তর : ১৬ টাকা

১৪। ব্যাংকে যে টাকা রাখা হয় তা কী?

উত্তর : আসল

১৫। একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৬ টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে?

উত্তর : ৪ টাকা

১৬। আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে কী বলে?

উত্তর : মুনাফা

১৭। ৮% লোকসান বলতে কী বুঝ?

উত্তর : ১০০ টাকায় ৮ টাকা ক্ষতি

১৮। ৫% লাভ বলতে কী বুঝ?

উত্তর : ১০০ টাকায় ৫ টাকা লাভ

১৯। ৯০ কেজির ১৫% কত কেজি?

উত্তর : ১৩.৫০ কেজি

২০। একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা। শতকরা কত লাভ হলো?

উত্তর : শতকরা ২০ টাকা

২১। কোন পরীক্ষায় ৪৬০ জন ছাত্রের মধ্যে ৬৩ জন ফেল করেছে। শতকরা কতজন ছাত্র ঐ পরীক্ষায় ফেল করেছে?

উত্তর : ১৩.৬৯%

২২। ১০০ টাকার ৫ বছরের মুনাফা ৪০ টাকা হলে, মুনাফার হার কত?

উত্তর : ৮%

২৩। তোমার শ্রেণিতে প্রথম সাময়িক পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৫০% গণিতে পাস করেছে। কতজন গণিতে পাস করল?

উত্তর : ২০ জন

২৪। একটি কলম ৫০ টাকায় ক্রয় করা হলো। কলমটি ৪৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

উত্তর : ১০%

২৫। এক সরকারি কর্মচারী তার বেতনের ৪০% বাড়ি ভাড়া পান। তিনি বেতনের কত অংশ বাড়ি ভাড়া পান?

উত্তর : অংশ

২৬। রফিক ব্যাংকে ১০০ টাকা জমা রাখল। এক বছর পর সে ১০ টাকা অতিরিক্ত পেল। এই ১০ টাকাকে কী বলে?

উত্তর : মুনাফা

২৭। অনি একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৫ টাকায় বিক্রয় করে। এতে তার শতকরা কত লাভ হলো?

উত্তর : শতকরা ১০ টাকা

দশম অধ্যায়

১। চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?

উত্তর : চতুর্ভুজ

২। চতুর্ভুজের কয়টি বাহু আছে?

উত্তর : চারটি

৩। চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আছে?

উত্তর : চারটি

৪। চতুর্ভুজের কর্ণ কয়টি?

উত্তর : ২টি

৫। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কী বলে?

উত্তর : সামান্তরিক

৬। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?

উত্তর : সমান ও সমান্তরাল

৭। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে?

উত্তর : সমদ্বিখন্ডিত করে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63013 and publish = 1 order by id desc limit 3' at line 1