শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়-

অধ্যায়-৭

১৬. বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে?

ক. ১৯৭১ সালের ২৭ মার্চ

খ. ১৯৭১ সালের ৩ মার্চ

গ. ১৯৭১ সালের ২৬ মার্চ

ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ

সঠিক উত্তর : গ. ১৯৭১ সালের ২৬ মার্চ

১৭. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো-

ক. যেখানে মন্ত্রী সাংসদদের ভোটে নির্বাচিত হন

খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন

গ. যেখানে রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হন

ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন

সঠিক উত্তর : খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন

১৮. জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?

ক. রাজতন্ত্র

খ. একনায়কতন্ত্র

গ. প্রজাতন্ত্র

ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

সঠিক উত্তর : গ. প্রজাতন্ত্র

১৯. যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, তাকে কোন ধরনের সরকার বলা হয়?

ক. এককেন্দ্রিক সরকার

খ. যুক্তরাষ্ট্রীয় সরকার

গ. রাজতান্ত্রিক সরকার

ঘ. একনায়কতান্ত্রিক সরকার

সঠিক উত্তর : ক. এককেন্দ্রিক সরকার

২০. এককেন্দ্রিক সরকারব্যবস্থার উদাহরণ নিচের কোনটি?

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. বাংলাদেশ

ঘ. ভারত

সঠিক উত্তর : গ. বাংলাদেশ

২১. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. দুই ভাগে

খ. তিন ভাগে

গ. চার ভাগে

ঘ. পাঁচ ভাগে

সঠিক উত্তর : ক. দুই ভাগে

২২. গণতন্ত্রে সাধারণত থাকে-

র. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে

রর. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে

ররর. জনগণ সব ক্ষমতার উৎস

নিচের কোনটি সঠিক?

ক. রর খ. ররর

গ. র ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৩. সরকারের বিভাগ হলো-

র. বিচার বিভাগ

রর. আইন বিভাগ

ররর. শাসন বিভাগ

নিচের কোনটি সঠিক?

ক. রর খ. ররর

গ. র ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66363 and publish = 1 order by id desc limit 3' at line 1