শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলা

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০
প্রাণীকূল

আজ তোমাদের জন্য বাংলা থেকে যোগ্যতাভিত্তিক (পাঠ্যবই বহির্ভূত)

অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হলো

(গ) বাগান করে অনেক উপকার পাওয়া যায়। যেমন- অবসর সময়ে বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়, বাড়ির সামনে বাগান থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়, বাড়িতে বাগান থাকলে মনে প্রফুলস্নতা আসে, বাগানে সবজি হলে তা প্রয়োজনে খাবার হিসেবে ব্যবহার করা যায়, অতিরিক্ত ফুল ও সবজি বিক্রি করে অর্থও উপার্জন করা যেতে পারে।

\হ

নিচের অনুচ্ছেদটি পড় ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও

দুনিয়া জুড়ে কত বিচিত্র প্রাণীর বাস। এদের কেউ বাস করে পানিতে, কেউ ডাঙায়। পৃথিবীতে বড় বড় চিড়িয়াখানায় গেলে বোঝা যায় প্রাণিজগৎ কত বিচিত্র। পোষা ও বুনো প্রাণীদের মধ্যে এমন সব প্রাণী রয়েছে, যারা কেবল দেখতেই অদ্ভুত নয়, আচার-আচরণেও বিস্ময়কর। প্রাণিজগতে বিস্ময় সৃষ্টি করেছে এমন জীবজন্তুর সংখ্যা দিন দিন কমে আসছে। বাংলাদেশে কিছু কিছু জীবজন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে গন্ডার, বুনো গরু, বুনো মোষ, বুনো ছাগল, বুনো কুকুর প্রভৃতি। এর মূল কারণ নির্বিচারে শিকার, প্রাকৃতিক বিপর্যয়, বনাঞ্চলে মানুষের অনুপ্রবেশ প্রভৃতি। বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া প্রাণীদের মধ্যে আরও আছে হাড়গিলা, মিঠাপানির কুমির, রাজশকুন, সোনালি বিড়াল, হনুমান, নীলগাই প্রভৃতি। বাঘ, হাতি, হরিণ, বনমোরগ, মদনটাক, কুমির, কচ্ছপ, গুইসাপ, বনরুই, গয়াল, সজারু, কাঠবিড়ালি প্রভৃতি এখন আর খুব বেশি নেই। এমনকি সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারও এখন সংখ্যায় কমে গেছে। জীববৈচিত্র্য রক্ষার জন্য এসব প্রাণী বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য।

৩। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্য স্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখ:

শব্দ - শব্দার্থ

বিচিত্র - নানারূপে চিত্রিত

বিলুপ্ত - বিলীন

নির্বিচারে - বিচার বিবেচনা না করে

বিপর্যয় - বিশৃঙ্খল অবস্থা

দুনিয়া - সারাবিশ্ব

ক. বন্যপ্রাণী এখন - হতে চলেছে।

খ. -গাছ কাটায় পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।

গ. জুড়ে রয়েছে বিচিত্র সব প্রাণীর বাস।

ঘ. কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাওয়ায় পরিবেশ - সম্মুখীন।

ঙ. বাংলাদেশের প্রকৃতি - ধরনের।

৩। নাম্বার প্রশ্নের উত্তর:

ক. বিলুপ্ত খ. নির্বিচারে গ. দুনিয়া ঘ. বিপর্যয়ের ঙ. বিচিত্র।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ-

ক. জীববৈচিত্র্য বলতে কী বোঝায়? পাঁচটি বাক্যে লেখ।

খ. প্রাণীদের বাঁচিয়ে রাখা উচিত কেন? পাঁচটি বাক্যে উলেস্নখ কর।

গ. জীববৈচিত্র্য রক্ষার পাঁচটি উপায় লেখ।

৪। নাম্বার প্রশ্নের উত্তর:

(ক) জীববৈচিত্র্য বলতে নানা শ্রেণির জীবজন্তুর বসবাস ক্ষেত্র ও বিচরণ এবং এর ভিন্নতা বোঝায়। আমাদের জীববৈচিত্র্য আমাদের প্রাণিজগতে এক নতুন বিস্ময় সৃষ্টি করেছে। জীবজন্তু একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে, তেমনি প্রাকৃতিক বিপর্যয় থেকে পরিবেশকে রক্ষা করছে।

(খ) জীবজন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশের অংশ। এগুলো ধ্বংস হওয়ার অর্থ প্রাকৃতিক বিপর্যয় সাধন। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক নিয়মের ভারসাম্য বজায় রাখা জরুরি। আর প্রাণিজগতের সুষ্ঠু বিকাশে আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে আমাদের অবশ্যই সকল প্রকার প্রাণীদের বাঁচিয়ে রাখা উচিত।

(গ) জীববৈচিত্র্য রক্ষার পাঁচটি উপায় নিচে দেয়া হলো-

১. বন্যপ্রাণী নির্বিচারে শিকার না করা।

২. নির্বিচারে বনের গাছ না কেটে প্রাণীদের জন্য অভয়ারণ্য গড়ে তোলা।

৩. বনাঞ্চলে মানুষের অবাধ অনুপ্রবেশ বন্ধ করা।

৪. সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া।

৫. সরকারের পাশাপাশি সাধারণ জনগণের সজাগ দৃষ্টি রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74809 and publish = 1 order by id desc limit 3' at line 1