বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

নতুনধারা
  ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
সিন্ধু সভ্যতা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

মান : ৩০

১. জ্ঞানচর্চার আগ্রহ বাড়ার জন্য তুমি কী পাঠ করবে?

(ক) সাহিত্য (খ) ইতিহাস

(গ) উপন্যাস (ঘ) কবিতা

সঠিক উত্তর : (খ) ইতিহাস

২. মানুষের কর্মকান্ডের পরিধি বাড়ার যথার্থ কারণ কোনটি?

(ক) জ্ঞানের পরিধি বৃদ্ধি

(খ) সংস্কৃতির অগ্রগতি

(গ) সভ্যতার অগ্রগতি

(ঘ) নতুন নতুন জিনিসের আবিষ্কার

সঠিক উত্তর : (গ) সভ্যতার অগ্রগতি

৩. অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাস রচনায় নিচের কোনটির প্রভাব?

(ক) মার্কসবাদ প্রচার

(খ) গণতন্ত্রের প্রচার

(গ) আধুনিক মতবাদের প্রচার

(ঘ) পুঁজিবাদের প্রচার

সঠিক উত্তর : (ক) মার্কসবাদ প্রচার

৪. কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়?

(ক) হেরোডোটাস

(খ) লিওপোন্ড ফনর্ যাংকে

(গ) টয়েনবি

(ঘ) ইএইচকার

সঠিক উত্তর : (খ) লিওপোন্ড ফনর্ যাংকে

৫. কোন জনপদ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল?

(ক)বরেন্দ্র (খ) পুন্ড্র

(গ) বঙ্গ (ঘ) চন্দ্ররূপ

সঠিক উত্তর : (গ) বঙ্গ

\হ

৬. নবোপলীয় যুগের ক্ষেত্রে প্রযোজ্য-

(র) মানুষ কৃষিকাজ শেখে

(রর) মানুষ নদীর তীরে বসবাস শুরু করে

(ররর) মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে শেখে

\হনিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

৭. আদিম যুগের মানুষের হাতিয়ার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) তলোয়ার (খ) বন্দুক

(গ) পাথর (ঘ) কোদাল

সঠিক উত্তর : (গ) পাথর

৮. সিন্ধু সভ্যতার যুগে বণিক সম্প্রদায় কেমন ছিল?

(ক) দুর্বল (খ) শক্তিশালী

(গ) ভঙ্গুর (ঘ) অস্তিত্ববিহীন

সঠিক উত্তর : (খ) শক্তিশালী

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:

বিশিষ্ট শিক্ষাবিদ আকমল হোসেন হঠাৎ মারা যান। তার এক পুত্র ও এক কন্যা স্পেন প্রবাসী। তাদের দেশে আসতে আরও চারদিন সময় লাগবে। তাই আকমল হোসেনকে হিমাগারে রাখা হয়।

৯. হিমাগারে সংরক্ষণ করার মতো কাজ কোন সভ্যতায় প্রথম শুরু হয়?

(ক) মিশরীয় (খ) ফিনিসীয়

(গ) সিন্ধু (ঘ) গ্রিক

সঠিক উত্তর : (ক) মিশরীয়

১০. উক্ত সভ্যতার লোকেরা অবদান রাখে-

(র) কৃষিকাজে

(রর) বিজ্ঞানে

(ররর) লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কারে।

(ক) র (খ) রর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১১. 'টাকায় আট মণ চাল' কথাটির সঙ্গে কোন নামটির সাদৃশ্য রয়েছে?

(ক) ঈসা খানের

(খ) শায়েস্তা খানের

(গ) মুসা খানের

(ঘ) বাহরাম খানের

সঠিক উত্তর : (খ) শায়েস্তা খানের

১২. সম্রাট আকবর কাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেন?

(ক) আফগানদের (খ) ইংরেজদের

(গ) ওলন্দাজদের (ঘ) ফার্সিদের।

সঠিক উত্তর : (ক) আফগানদের

১৩. নিজ নামে মুদ্রা জারি করেন কে?

(ক) বলবন (খ) বাহরাম খান

(গ) সুলতান শামসুদ্দিন (ঘ) ফখরুদ্দীন

সঠিক উত্তর : (ঘ) ফখরুদ্দীন

১৪. বড় কাটরা নির্মাণ করেন কে?

(ক) শাহ সুজা (খ) হুসেন শাহ

(গ) মীর জুমলস্না (ঘ) আহমদ সুজা

সঠিক উত্তর : (ক) শাহ সুজা

১৫. মধ্যযুগের মুসলমানদের ক্ষেত্রে সমর্থনযোগ্য-

(র) ব্যবসায় বাণিজ্য করা

(রর) সামরিক চাকরি গ্রহণ

(ররর) উচ্চ রাজপদ গ্রহণ

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

১৬. মধ্যযুগে কোন বিষয়ের বিকাশ ঘটে?

(ক) পাথর (খ) ব্যাংকিং

(গ) হুন্ডির (ঘ) শৌখিন দ্রব্য

সঠিক উত্তর: (খ) ব্যাংকিং

১৭. পুর্তগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন কে?

(ক) আলিবর্দী খান (খ) শায়েস্তা খান

(গ) মুর্শিদকুলী খান (ঘ) সরফরাজ খান

সঠিক উত্তর : (খ) শায়েস্তা খান

১৮. স্পার্টকাস নিহত হয় কোন সময়ে?

(ক) ৭০ খ্রিস্টপূর্ব অব্দ (খ) ৭১ খ্রিস্টপূর্ব অব্দ

(গ) ৭২ খ্রিস্টপূর্ব অব্দ (ঘ) ৭৩ খ্রিস্টপূর্ব অব্দ

সঠিক উত্তর : (খ) ৭১ খ্রিস্টপূর্ব অব্দ

১৯. প্রাচীনকাল থেকে বিশ্ববিখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো?

(ক) রেয়ন (খ) রেশমি

(গ) মসলিন (ঘ) পশমি

সঠিক উত্তর : (গ) মসলিন

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:

মনোরঞ্জন দাসের মায়ের বয়স প্রায় ৯৫ বছর। তিনি এখনো ধর্মীয় অতিপ্রাচীন রীতিগুলো পালনের চেষ্টা করেন। প্রাচীন বাংলায় পালিত হতো এমন কতগুলো উৎসব তিনি মনোরঞ্জনদের নিয়ে আয়োজন করে। তবে কিছু কিছু উৎসব এখনো সামাজিকভাবেই সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে।

২০. মনোরঞ্জন দাসের মা কোন প্রাচীন উৎসব পালন করতেন?

(ক) হোলাকা (খ) কোজাগরি

(গ) সুখরাত্রিব্রত (ঘ) নামকরণ

সঠিক উত্তর : (ক) হোলাকা

২১. মনোরঞ্জন সামাজিকভাবে প্রাচীন বাংলার উৎসব হিসেবে লক্ষ্য করবে-

(র) আকাশ প্রদীপ

(রর) গঙ্গাস্নান

(ররর) মহাঅষ্টমি

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

২২. প্রাচীন বাংলার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক?

(ক) সংস্কৃত > প্রাকৃত > অপভ্রংশ > বাংলা

(খ) প্রাকৃত > সংস্কৃত > অপভ্রংশ > বাংলা

(গ) সংস্কৃত > অপভ্রংশ > প্রাকৃত > বাংলা

(ঘ) বাংলা > প্রাকৃত > অপভ্রংশ > সংস্কৃত।

সঠিক উত্তর : (ক) সংস্কৃত > প্রাকৃত > অপভ্রংশ > বাংলা

২৩. প্রাচীন বাংলার শিল্পকলার ক্ষেত্রে কোন যুগটি স্মরণীয় :

(ক) পাল যুগ (খ) সেন যুগ

(গ) আর্য যুগ (ঘ) গুপ্ত যুগ।

সঠিক উত্তর : (ক) পাল যুগ

২৪. ১৯০৫ সালে বাংলা ভাগ করে কে?

ক. লর্ড কর্নওয়ালিস খ. লর্ড কার্জন

গ. লর্ড চেমসফোর্ড ঘ. লর্ড রিডিং

সঠিক উত্তর : খ. লর্ড কার্জন

২৫. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলায় কয়টি রাজনৈতিক দল ছিল?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : খ. ৩টি

২৬. 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠিত হয়েছিল-

র. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করায়

রর. জাতীয় পরিষদের আহূত অধিবেশন স্থগিত করায়

ররর. বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভর্তি ফি বৃদ্ধি করায়

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

২৭. সম্বাদ কৌমুদি পত্রিকার প্রকাশক কে ছিলেন?

ক. মাইকেল মধূসুদন দত্ত

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. রাজা রামমোহন রায়

ঘ. হাজী শরিয়তউলস্নাহ

সঠিক উত্তর : গ. রাজা রামমোহন রায়

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও।

টেলিভিশনে লোকজ গান হচ্ছিল। সুমি অনুষ্ঠানটি দেখছিল। কিন্তু, তার ভাই চ্যানেল পরিবর্তন করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। সুমির এ ধরনের গানের প্রতি ভালোলাগা তার ভাইয়ের কাছে খুবই

বিরক্তিকর।

২৮. সুমি কোন আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত?

ক. অসহযোগ আন্দোলন

খ. খিলাফত আন্দোলন

গ. ভাষা আন্দোলন

ঘ. স্বাধীকার আন্দোলন

সঠিক উত্তর : ঘ. স্বাধীকার আন্দোলন

২৯. উক্ত চেতনায় অনুপ্রাণিত হয়ে সুমি হতে পারে-

র. দেশপ্রেমিক

রর. জাতীয়তাবাদ

ররর. প্রতিবাদী

নিচের কোনটি সঠিক ?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র

৩০. বঙ্গবন্ধু কেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন?

ক. সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলে

খ. রাজাকারদের শাস্তি দেয়ার জন্য

গ. দেশ পুনর্গঠনের জন্য

ঘ. স্বাধীন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে

সঠিক উত্তর : গ. দেশ পুনর্গঠনের জন্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<88438 and publish = 1 order by id desc limit 3' at line 1