শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাকিব খানের বিরুদ্ধে গান চুরির মামলা

বিনোদন রিপোর্ট
  ৩০ জুন ২০২০, ০০:০০
শাকিব খান

নাটক আর সংগীতাঙ্গন কয়েকদিন ধরে নানা ইসু্যতে উত্তপ্ত। নাটকে 'শ্লীল-অশ্লীলতা' আর সংগীতে 'সম্মানি-রয়্যালটি' বিতর্ক। এবার সেটি সংক্রমিত হলো চলচ্চিত্রেও। রোববার দুপুর নাগাদ বিতর্ক উঠল সরকারি অনুদান নিয়ে। এরপর সন্ধ্যা গড়াতেই খবরের শিরোনামে উঠে এলেন দেশের এক নম্বর নায়ক শাকিব খান। ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ দায়েরসহ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান। গত বছর মুক্তি পাওয়া শাকিব খান প্রযোজিত 'পাসওয়ার্ড' ছবিতে দিলরুবার বহুল আলোচিত গান 'পাগল মন'র মুখ্য কয়েকটি লাইন অনুমতি ছাড়া ব্যবহার করায় তিনি এ অভিযোগ দায়ের করেন। যদিও এর আগে আইনি নোটিশের মাধ্যমে শাকিবকে অবহিত করা হলে তাতে শাকিব সাড়া দেননি বলে জানান নব্বই দশকের শ্রোতাপ্রিয় এই গায়িকা।

রোববার ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে দিলরুবা খানের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন এই অভিযোগটি দায়ের করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। কপিরাইট আইন অমান্যের কারণ দেখিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। শাকিব খানের পাশাপাশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির পাঁচ কর্মকতার নামও রয়েছে অভিযোগপত্রে। মূলত দিলরুবার গাওয়া 'পাগল মন' গানের কিছু অংশ হুবহু 'পাসওয়ার্ড' ছবিতে ব্যবহার ও বাণিজ্যিকভাবে মুঠোফোনের ইন্টারনেট প্যাকেজে অনুমতি ছাড়া ব্যবহার করায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।

আইনজীবীর বক্তব্য...

দিলরুবার আইনজীবী ওলোরা আফরিন মামলার বিষয়ে গণমাধ্যমকে বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের আগে আমরা একটা আইনি নোটিশ পাঠিয়েছিলাম। সমঝোতার আহ্বান করেছিলাম, কিন্তু তিনি (শাকিব খান) কোনো সমঝোতা করেননি। আমরা কপিরাইট আইন ভঙ্গের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছি। বিষয়টি নিয়ে শাকিব খানের বক্তব্য ছিল, গানের দুই লাইন ব্যবহার করে কেন ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু আমার কথা ছিল, দুই লাইন হোক কিংবা দুটি শব্দ হোক, অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। লকডাউন শুরুর আগে বিষয়টি নিয়ে শাকিব খানের সঙ্গে আলাপ হয়, কিন্তু তারা বিষয়টি আমলে নেননি।'

শাকিব খানের ব্যাখ্যা...

মামলার বিষয়ে শাকিব খান বলেন, 'বিষয়টি নিয়ে আমরা এর আগে সমঝোতা করার চেষ্টা করেছি। প্রয়োজনে দুই-এক লাখ টাকা দিতেও চেয়েছিলাম, তারা রাজি হননি। এখন আমরা বিষয়টি আইনগতভাবেই দেখব। এর আগে যখন আমরা গানটি ব্যবহার করি, তখন দিলরুবা খানের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে দোয়া করেছেন। উনার মতো সিনিয়র মানুষ এত কিছু বলার পরও আমার বিরুদ্ধে অভিযোগ করা ঠিক হয়নি।'

দিলরুবার প্রত্যাখ্যান...

কণ্ঠশিল্পী দিলরুবা শাকিবের কথা পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেন, 'আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং আমি ওই গান ব্যবহারের অনুমতি দেইনি। তাছাড়া গানের গীতিকার-সুরকারও অনুমতি দেননি। তাদের অনুমতি ছাড়া গানটি ব্যবহার করা ঠিক হয়নি। আমিও আইনি লড়াই চালিয়ে যাব। এর মাধ্যমে কিছু মানুষ সতর্ক হবেন। যাতে কেউ অনুমতি ছাড়া আর কারও গান ব্যবহার করতে না পারেন।'

এদিকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে মুক্তি পায় 'পাসওয়ার্ড'। চলচ্চিত্রটি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন দেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন এ নায়ক। গত বছরের মে মাসে শাকিব খানের ইউটিউব চ্যানেলে 'পাসওয়ার্ড' ছবির 'পাগল মন' গানটি প্রকাশিত হয়। ভারতীয় সংগীত পরিচালক লিংকন গানটির সুর ও সংগীত পরিচালনা করেন। গানটিতে কণ্ঠ দেন অশোক সিং। মালেক আফসারী পরিচালিত এই ছবির গানে পর্দায় শাকিবের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন বুবলী। সোমবার সন্ধ্যা পর্যন্ত ছবির গানটি ১৯ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। 'পাগল মন' গানটি নব্বইয়ের দশকে গেয়েছেন দিলরুবা খান। এই গানের কথা লিখেছেন আহমেদ কায়সার ও সুরকার আশরাফ উদাস। গানটি তিনজনেরই কপিরাইট করা আছে বলে জানিয়েছেন দিলরুবা খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104182 and publish = 1 order by id desc limit 3' at line 1