শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

প্রকাশিত হলো সোহেল মেহেদীর ‘তোর লাগি’

বিনোদন রিপোটর্

সোহেল মেহেদী মূলত আধুনিক গানের শিল্পী। পাশাপাশি নজরুল, সেমি ক্ল্যাসিকাল, লোকসংগীত করে থাকেন। তার প্রথম একক অ্যালবাম ‘বুকের ভেতর কষ্ট’ প্রকাশিত ২০০০ সালে। এরপর একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার সাম্প্রতিক আলোচিত গানের তালিকায় আছে- ‘ভালোবাসি বলব তোকে’, ‘কেউ তো ছিল’, ?‘বলা হলো না’, দ্বিধা প্রমুখ। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো তার নতুন গানের অডিও-ভিডিও ‘তোর লাগি’। অভি আকাশের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। কক্সবাজারের বিভিন্ন মনরোম লোকেশনে সময়োপযোগী গল্পে গানটির ভিডিও নিমার্ণ করেছেন সৈকত নাসির। ত্রিভুজ প্রেমের গল্পের এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ফারহান খান রিও, সামন্তী সৌমী এবং এহসান অনন্য। আছেন সোহেল মেহেদীও।

শুক্রবার সন্ধ্যায় ধ্রæব মিউজিক স্টেশনে প্রকাশনা উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। আর জে ত্রয়ীর সঞ্চালনায় প্রকাশনা উৎসবে গানটির শিল্পী সোহেল মেহেদীকে শুভাষীশ জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলাগানের যুবরাজ আসিফ আকবর, গানটির গীতিকার ও সুরকার অভি আকাশ, সংগীত পরিচালক রেজওয়ান শেখ, ভিডিও নিমার্তা সৈকত নাসির, কণ্ঠ শিল্পী শাওন গানওয়ালা এবং ধ্রæব মিউজিক স্টেশনের কণর্ধার কণ্ঠশিল্পী ধ্রæব গুহ। গত ৯ নভেম্বর, শুক্রবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে ‘তোর লাগি’ গানটির অডিও-ভিডিও। এ ছাড়াও শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

শুরু হলো হলিউড ছবি ‘ঢাকা’র শুটিং

বিনোদন ডেস্ক

হলিউডের সিনেমা ‘ঢাকা’র দৃশ্যধারণের কাজ শুরু হয়ে গেছে। এতে অংশ নিতে এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওথর্। ইতোমধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। আর দৃশ্যধারণের প্রথম দিককার কয়েকটি ছবি তার টুইটারে শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে যুদ্ধংদেহী হেমসওথের্ক। এই তারকা চারটি ছবি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।

‘ঢাকা’ ছবিটির পাÐুলিপির দায়িত্বে আছেন ‘অ্যাভেঞ্জাসর্ : ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। আর ছবিটি পরিচালনা করছেন স্যাম হারগ্রেভ। জিম্মিদশা নিভর্র অ্যাকশন থ্রিলার ধঁাচের ছবিটি প্রধান নায়কের ভূমিকায় আছেন ক্রিস হেমসওথর্। নেটফ্লিক্সের জন্য নিমার্ণাধীন ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুশো ভ্রাতৃদ্বয়। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওথের্র চরিত্রটি। ভারতে ছবিটির শুটিং শেষ করে এরপর হবে যুক্তরাজ্যে।

প্রযোজক মাহবুবা শাহরীন সভাপতি

বিনোদন রিপোটর্

মাহবুবা শাহরীন মিডিয়া অঙ্গনের পরিচিত এক মুখ। একাধারে নাট্যকার, প্রযোজক ও সংগঠক তিনি। এক যুগেরও বেশি সময় ধরে মিডিয়ার বিভিন্ন অঙ্গনে কাজ করে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। সংস্কৃতি অঙ্গনের একাধিক ক্ষেত্রে সফল একজন মানুষ তিনি। বাংলাদেশ জননেত্রী পরিষদ, টাঙ্গাইল জেলা এর ৩১ সদস্য বিশিষ্ট কাযির্নবার্হী পরিষদ (২০১৮-২০২০) গঠিত। নতুনভাবে তাকে আবারও সভাপতি নিবাির্চত করা হলো বাংলাদেশ টিভি প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট্য নাট্যকার মাহবুবা শাহরীনকে। নবনিবাির্চত সভাপতি মাহবুবা শাহরীন এই নবনিযুক্ত কমিটির পক্ষ থেকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রাণীত হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। অভিনেতা শফি মাহমুদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে নিবাির্চত হন। এ ছাড়াও গুনি জনদের নিয়ে গঠিত হয় বাংলাদেশ জননেত্রী পরিষদ, টাঙ্গাইল-। কমিটি পরিচিতি অনুষ্ঠানে অন্যান্য গুণীজন ও একঝঁাক তারকাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জননেত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভপতি জনাব এ বি সিদ্দীকি। নবনিবাির্চত সভাপতি মাহবুবা শাহরীন বতর্মান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দেশবাসীকে পাশে থাকার আহŸান জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22334 and publish = 1 order by id desc limit 3' at line 1