শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুদিনের অপেক্ষায় যাত্রাশিল্প

বিনোদন রিপোর্ট
  ১২ জানুয়ারি ২০২০, ০০:০০
'নবাব সিরাজ উদ্দৌলা' যাত্রা পালার একটি দৃশ্য

বাংলা সংস্কৃতির পুরানো ঐতিহ্য যাত্রাপালা। এক সময় মানুষের বিনোদনের অন্যতম উপাদান ছিল এটি। শীত এলেই গ্রাম-গঞ্জে বসত যাত্রার প্যান্ডেল। পৌরাণিক, ঐতিহাসিক থেকে সামাজিক পালার কদর বেড়ে যেত এই সময়ে। দূরদূরান্ত থেকে দর্শক আসতেন নবাব সিরাজ উদ্দৌলা, সোনাবান, গাজীকলি চম্পাবতী, মহুয়া সুন্দরী কিংবা রূপবানের মতো অসংখ্য জনপ্রিয় গল্পের পালা দেখতে। প্রিয় শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হয়ে বাড়ি ফিরতেন তারা। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাত্রাপালারও পরিবর্তন ঘটে। আকাশ সংস্কৃতির গ্রাসে প্রায় হারিয়ে যেতে বসেছে হাজার বছরের এই ঐতিহ্য। অশ্লীলতাসহ নানা অভিযোগে কোণঠাসা হয়ে পড়ে বিনোদনের এই অন্যরকম মাধ্যমটি। যাত্রার মূল উপাদান তাতে আর কিছুই অবশিষ্ট থাকে না বলে প্রবীণ শিল্পীরা নানা সময়ে মন্তব্য করেছেন। নামকরা পালাগুলো ভেঙে যায়। শিল্পীরাও বাধ্য হয়ে অন্য পেশায় জড়িয়ে পড়েন।

তকে কেউ কেউ এখনো আঁকড়ে ধরে আছেন। অপেক্ষায় রয়েছেন সুদিনের। তাদের চেষ্টা ও সরকারের সহযোগিতায় আবার সুদিন ফিরতে শুরু করেছে যাত্রায়। জাতীয় পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলগুলোও নতুন পালার উদ্যোগ নিয়েছে। এই শীতে দেশে নানা অঞ্চলে ১৮টি যাত্রা উৎসব চলছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি যাত্রাশিল্পের সুদিন ফিরিয়ে আনতে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। 'যাত্রাশিল্পের নবযাত্রা' সেস্নাগান ধারণ করে যাত্রা-নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং কয়েক বছর ধরে শিল্পকলা একাডেমি কর্তৃক যাত্রাদল নিবন্ধন কার্যক্রম চলছে। এরই মধ্যে ১০৬টি যাত্রাদলকে নিবন্ধন দেওয়া হয়েছে। যাত্রাদল নিবন্ধনের জন্য গত বছরের ১২ ও ১৩ নভেম্বর দশম যাত্রানুষ্ঠান আয়োজন করা হয়। পরে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিন জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয় ১১তম যাত্রানুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এরই মধ্যে ঈসা খাঁ শিরোনামে একটি প্রাতযাত্রা নির্মাণ এবং মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটককে যাত্রাপালায় রূপান্তর করে মঞ্চায়নের ব্যবস্থা করেছে। বর্তমানে আরও পাঁচটি যাত্রাপালা মঞ্চে আনার কাজ চলছে।

গত বছর পুরানো পালার পাশাপাশি নতুন নতুন পালার উদ্বোধন হয়েছে। ছিল মামুনুর রশীদের দ্বীপের নাম আন্ধার মানিক, মিলন কান্তিদের এক যে ছিলেন মহারানি ও বঙ্গবন্ধুর ডাকে, আমিনুর রহমানের জয় বাংলা জয় বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি অবলম্ব্বনে শ্যামল দত্তের পালা, প্রাচীন যাত্রাপালা সোহরাব-রুস্তমের আধুনিক সংস্করণ; এ ছাড়া কবি আল মাহমুদের রচনা নিয়ে কত দূর এগোলো মানুষ নামে একটি নতুন পালা মঞ্চায়ন করেছে স্বরূপকথা যাত্রা সংগঠন।

এরই ধারাবাহিকতায় দেশের ৬৪ জেলায় ৬৪টি দেশীয় যাত্রাপালা নির্মিত হচ্ছে। এই প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ৬৪টি দেশীয় যাত্রাপালা নির্বাচন করে জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে পালাগুলোর নির্মাণ ও মঞ্চায়ন কার্যক্রম শেষ হতে যাচ্ছে। যাত্রাশিল্প নিয়ে শিল্পকলা একাডেমির এসব কার্যক্রম যাত্রাশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। তিনি জানান, 'যাত্রাশিল্পের উন্নয়ন, বিকাশ ও উৎকর্ষ সাধনের জন্য ৬৪টি জেলায় ৬৪টি দেশীয় যাত্রাপালা নির্মাণ ও প্রদর্শনীর আয়োজন এবং প্রতিটি জেলায় যাত্রাপালা পরিবেশনের জন্য জেলা শিল্পকলা একাডেমিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং নিবন্ধিত যাত্রাদল দেশ অপেরা, লোকনাট্য গোষ্ঠী ও জয়যাত্রাকে নতুন দেশীয় যাত্রাপালা নির্মাণ ও প্রদর্শনীর জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।'

যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, 'এর ফলে ডুবে যাওয়া থেকে বাঁচবে আমাদের এই যাত্রাশিল্প। এখনো যাত্রাপালা পরিবেশনে স্থানীয় প্রশাসন বাধা দেয় কিংবা অনুমতি দিতে গড়িমসি করে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি, যাত্রাপালায় কোনো প্রকার অশ্লীলতা হয় না। তবে যাত্রা শুরুর আগে কোনো কোনো এলাকার আয়োজক কমিটি যাত্রামঞ্চে অশালীন নৃত্যগীতের আয়োজন করে থাকে। এই নৃত্যের জন্য বাধ্য করেন স্থানীয় গডফাদার ও প্রভাবশালীরা। অতীতে এমন অজুহাতে যাত্রাশিল্প বন্ধের নানা অপচেষ্টা করা হয়েছে। এ যেন মাথাব্যথা হলে মাথা কেটে ফেলারই নামান্তর।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<83900 and publish = 1 order by id desc limit 3' at line 1