শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

যাযাদি রিপোটর্
  ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

‘ইয়ানবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লা আলাইকা।’ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ দিবসটি একই সঙ্গে আনন্দের এবং দুঃখেরও। এই দিনেই আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীকুলের শিরোমণি, বিশ্বমানবতার আশীবার্দ হজরত মুহাম্মদ (সা.)-এর জš§ ও মৃত্যু দিবস।

এই দিনে সৃষ্টিকুলের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন ঘটেছিল দুনিয়াতে। একই দিনে এই মহামানব দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুর পথে পাড়ি জামান। ১২ রবিউল আউয়ালকে মুসলিম বিশ্ব মহানবীর জš§ ও ওফাতের দিবস হিসেবে পালন করে থাকেন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মদ (সা.) আরবের পবিত্র মক্কা নগরীতে সম্ভ্রান্ত কোরাইশ বংশে জš§গ্রহণ করেন। একই দিনে তিনি ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

এই দিবসের গুরুত্ব ও তাৎপযর্ সমধিক, তা বলার অপেক্ষা রাখে

না। মুসলিম বিশ্ব বিভিন্নভাবে আবেগ-অনুভ‚তি প্রকাশ করে বিশেষ আনুষ্ঠানিকতায় দিবসটিকে সামনে নিয়ে আসে। এই দিনের কথা স্মরণে এনে মুসলমানরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। ইবাদত-বন্দেগির মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে ঈদে মিলাদুন্নবীর আনন্দকে ভাগ করে নেন। আনুষ্ঠানিকতায় নিয়ে আসে ভাবগাম্ভীযর্ পরিবেশ।

এই দিনের মাহাত্ম্য ও তাৎপযর্ সম্পকের্ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সম্পকের্ পবিত্র কোরআন শরিফে ঘোষণা করেছেনÑ ‘আমি আপনাকে সারাবিশ্বের জন্য রহমতস্বরূপ প্রেরণ করছি (সূরা আল আম্বিয়া, আয়াত-১০৭)।’ আল্লাহপাক তার প্রেরিত হাবিব সম্পকের্ সূরা আল সাবার ২৮ নম্বর আয়াতে এভাবে বণর্না করেছেনÑ ‘হে রাসূল আমি আপনাকে বিশ্বের সমগ্র মানবজাতির সংবাদদাতা এবং সতকর্কারী হিসেবে প্রেরণ করেছি।’ ধমর্-বণর্ নিবিের্শষে দুনিয়ায় সাম্য, শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় সবর্কালের সবের্শ্রষ্ঠ মানুষ হিসেবে আমাদের শেষ নবী (সা.) চিরজাগরূক থাকবেন, চিরস্মরণীয় হয়ে থাকবেন। সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে থাকেন। অতএব, হে ঈমানদারগণ! তোমরাও নবীর শানে দরুদ পাঠ কর এবং সালাম প্রেরণ কর।’ তাই প্রতিদিন প্রতিক্ষণে বিশ্বের প্রতি প্রান্তে অযুত কণ্ঠে ধ্বনিত ও প্রতিধ্বনি হয়ে ফিরছে তার মহিমাগাথা। ‘বালাগাল উলা বি-কামালিহি/ কাশাফাদ্দোজা বি-জামালিহি/ হাসানাত জামিও খেসালিহি/ সাল্লু আলাইহে ওয়ালিহি’- তার প্রতি লাখো দরুদ ও সালাম।

ফরাসি দাশির্নক লা মাটিের্নর ভাষায় তিনি একাধারে দাশির্নক, বাগ্মী, বাণীবাহক, আইন প্রণেতা, যোদ্ধা, সবর্মতবাদের ওপরে বিজয়ী, যুক্তিপূণর্ বিশ্বাসের ও ধমীর্য় মতবাদের প্রবতর্ক এবং দুনিয়ার বুকে বিশটি পাথির্ব সাম্রাজ্যসহ একটি একক আধ্যাত্মিক সাম্রাজের প্রতিষ্ঠাতা। সিরাতে ইবনে হিশাম ও ইবনে কাছিরে রয়েছে যে, তিনি মক্কা বিজয়ের দিনও ছিলেন অত্যন্ত বিনয়াবনত, দরদি ও সহনশীল। তার মাধ্যমেই মিল্লাতে আবা ইব্রাহিমের ধমার্দশর্ পবিত্র ইসলামকে পরিপূণর্তা দান করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র বের করবে। আজ বুধবার পত্রিকা অফিসসমূহ বন্ধ থাকার কারণে আগামীকাল বৃহস্পতিবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না। টেলিভিশন ও বেতারে হামদ, নাত ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কমর্সূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও ধমীর্য় প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিশ্বনবী হজরত রাসূল (স.)-এর পবিত্র জন্মদিন- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আগামীকাল বুধবার রাজধানী ঢাকার মতিঝিলের দেওয়ানবাগ শরিফে অনুষ্ঠিত হবে আশেকে রাসূল (স.) সম্মেলন। সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপযের্র ওপর আন্তজাির্তক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, গবেষক ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। বাদ জোহর সম্মেলনের আহŸায়ক সুফিসম্রাট হজরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মাদ্দাজিল্লুহুল আলী) হুজুর কেবলা আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

এদিকে বুধবার সকাল ৯টা থেকে ঢাকার শাহজাহানপুর ঐতিহাসিক রেলওয়ে ময়দানে ধমীর্য় উদ্দীপনা ও ভাবগাম্ভীযের্র সঙ্গে ঈদে মিলাদুন্নবী উদ্যাপন করা হবে। দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ এই দিনের তাৎপযর্ তুলে ধরে বিশেষ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাইজভান্ডার দরবার শরিফের গদিনশীন পীর সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার দেশের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াজ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে গত সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব বিভাগ ও প্রতিষ্ঠানকে নিদের্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23454 and publish = 1 order by id desc limit 3' at line 1