শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে অসুস্থ মহিলার পেটে পুলিশের লাথি

যশোর প্রতিনিধি
  ২২ জুন ২০১৯, ০০:০০

যশোরে পুলিশের বিরুদ্ধে সুফিয়া খাতুন (৫০) নামে অসুস্থ এক নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের খড়কি হাজামপাড়া এলাকায় শ্রাবণী নামে মহিলাকে ধরতে গিয়ে কোতোয়ালি থানার এসআই বিপস্নব ও ইকবাল এই ঘটনা ঘটিয়েছেন। আহত সুফিয়া খাতুন ওই এলাকার আবদুল হামিদের বাড়ির ভাড়াটিয়া ইনসার আলীর স্ত্রী। তাকে শুক্রবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান। তিনি দাবি করেছেন, লাথি মারার কোনো ঘটনাই ঘটেনি।

আহত সুফিয়া খাতুন জানান, 'বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে দুই পুলিশ আমাদের বাসায় গিয়ে

এক প্রতিবেশী ভাড়াটিয়া আসাদের স্ত্রী শ্রাবণীকে খুঁজতে থাকে। একপর্যায়ে আমাকে জিজ্ঞেস করে সে কোথায়। আমি বলি জানি না। এরপর ওই মহিলার স্বামীর নাম জিজ্ঞেস করে। আমি বলতে পারি নাই। এর মধ্যে আমার ছেলেকে সিগারেট কিনতে পাঠায় পুলিশ।

আমার ছেলে ফিরে এসে দেখে পুলিশ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এ সময় ছেলে প্রতিবাদ করলে, তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। আমি এগিয়ে গিয়ে প্রতিবাদ করি। আমার ছেলেকে কেন ধরে নিয়ে যাচ্ছো। এ সময় একজন পুলিশ আমার তলপেটে জোরে লাথি মারে। তখন আশপাশের আরো ভাড়াটিয়া জড়ো হয়ে যায়। এরপর পুলিশ চলে যায়।'

তিনি আরও জানান, 'আমার পেটে টিউমার আছে। অপারেশন করতে হবে। বৃহস্পতিবার শরীরে রক্ত দেয়া হয়েছে। শুক্রবার আবার হাসপাতালে যাওয়ার কথা ছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে পুলিশ পেটে লাথি মেরেছে। খুব ব্যথা পেটে। আমি কোনো অপরাধ করিনি। কিন্তু পুলিশ আমাকে এভাবে মারল। আমরা কোনো ঝামেলার মধ্যে নেই। আমার ছেলে রিকশা চালায়। স্বামী দিনমজুর (মাটি কাটা) কাজ করে। আমি বাসায় থাকি।'

সুফিয়ার স্বামী ইনসার আলী বলেন, 'ওই সময় আমি ছিলাম না। পরে শুনছি সাদা পোশাকে দুই পুলিশ এসেছিল। তারা আমার স্ত্রীকে মারপিট করেছে।'

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হুদা তুহিন জানিয়েছেন, শুক্রবার সকালে ওই মহিলাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। ওই মহিলা জানিয়েছেন তার পেটে লাথি মেরেছে পুলিশ।

এদিকে, সুফিয়া খাতুন সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে। শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনছার উদ্দিন, কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান ওই মহিলাকে দেখতে যান।

জানতে চাইলে ওসি অপূর্ব হাসান বলেন, 'ওই মহিলার সঙ্গে আমরা কথা বলেছি। ভিডিও রেকর্ডও আছে। লাথি মারার কোনো ঘটনা ঘটেনি। এক মহিলা প্রতারণার মাধ্যকে এক যুবকের কাছে ল্যাপটপ বাগিয়ে নিয়েছে। পুলিশ তার খোঁজে গিয়েছিল। সেই মহিলা নাটক সাজিয়ে ভিন্নখাতে প্রবাহিত করছে ঘটনাটি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54788 and publish = 1 order by id desc limit 3' at line 1