শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈদের দিনের সব বর্জ্য অপসারণের দাবি ঢাকার দুই মেয়রের

যাযাদি রিপোর্ট
  ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

কোরবানির ঈদের দিন রাজধানীতে যে কোরবানির পশুর বর্জ্য জমেছে, এর সবই ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন দুই সিটি করপোরেশনের মেয়র। মঙ্গলবার বিকালে ঢাকা উত্তর ও দক্ষিণের নগর ভবনে আলাদা সংবাদ সম্মেলন থেকে বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক তথ্য তারা তুলে ধরেন।

দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, ঈদের প্রথম দিন সোমবার বিকাল ৩টা থেকে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭টি পশুর হাটের বর্জ্য এবং কোরবানির পশুর বর্জ্য মিলিয়ে প্রায় ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

আর উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মঙ্গলবার বিকাল ৩টার আগে তার এলাকায় ১৩ হাজার ২৩৪ টন বর্জ্য ল্যান্ডফিলে ফেলা হয়েছে।

মেয়র খোকন বলেন, 'সবশেষ তথ্য অনুযায়ী, আমাদের সব ওয়ার্ডের প্রায় শতভাগ বর্জ্য আমরা অপসারণ করতে পেরেছি। এটা আমাদের সূত্র নিশ্চিত করেছে।'

ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও অনেকে কোরবানি দেন বলে আরও ৫ হাজার টন বর্জ্য জমবে বলে ধারণা দেন দক্ষিণের মেয়র। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দ্রম্নততম সময়ের মধ্যে তা অপসারণ করবে। তিনি জানান, গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির পশুর হাটের সংখ্যা ছিল ১৪টি। ঈদুল আজহার ৩ দিনে করপোরেশন মোট ১৯ হাজার ২০০ টন বর্জ্য অপসারণ করেছিল।

এ বছর হাটের সংখ্যা ১৭টি। তাই বর্জ্যের পরিমাণও কিছুটা বেড়েছে। এ বছর কোরবানির বর্জ্য অপসারণের পরিমাণ ২১ হাজার মেট্রিক টনে দাঁড়াবে।

দক্ষিণ সিটির আওতাধীন এলাকার নাগরিকদের কোরবানির বর্জ্য অপসারণ সেবা পেতে ০৯৬১১০০০৯৯৯- এ হটলাইন নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন মেয়র।

নিয়মিত এবং অতিরিক্ত মিলিয়ে মোট ৯ হাজার ৫০০ পরিচ্ছন্নতা কর্মী, ১৫২টি খোলা ট্রাক, ৮২টি কন্টেইনার বক্স, ৬৯টি কন্টেইনার ক্যারিয়ার, ৮০টি ডাম্প ট্রাক, ২৯টি পানির গাড়ি, ২৩টি পে-লোডার, ১২টি টায়ারডোজারসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

আর উত্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানির পশু বর্জ্য অপসারণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩৮টি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। নিজস্ব দুই হাজার ৪০০ কর্মীর পাশাপাশি তারা ৯ হাজার ৫০০ জন অস্থায়ী কর্মী নিয়োগ দিয়েছিল এই কাজে।

মেয়র আতিকুল বলেন, সোমবার বিকাল ৫টা থেকে রাত ১০টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩, ৭, ১১, ১৭ এবং ৩১ নম্বর ওয়ার্ডের সব বর্জ্য অপসারণ করে ওয়ার্ডগুলোকে রাতেই বর্জ্যমুক্ত ঘোষণা করেন কাউন্সিলররা।

'এরপর ক্রমান্বয়ে অন্যান্য ওয়ার্ডকেও বর্জ্যমুক্ত ঘোষণা করা হয়। নির্ধারিত স্থানে কনটেইনারে বর্জ্য জমা হওয়ার পর তা ল্যান্ডফিলে পরিবহনের কাজ শুরু হয়। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে সব অঞ্চল বর্জ্যমুক্ত হয়ে যায়।'

নগরবাসী সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি না দেয়ায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আশানুরূপ গতিতে এগোতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62333 and publish = 1 order by id desc limit 3' at line 1