শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৯
যাযাদি রিপোর্ট
  ১৭ আগস্ট ২০১৯, ০০:০০
প্রতিদিন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ছবিটি মিটফোর্ড হাসপাতাল থেকে তোলা -ফাইল ছবি

চলতি বছর বাংলাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার ছুঁয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৬ অগাস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯৯ জন।

এর মধ্যে চলতি অগাস্ট মাসের ১৫ দিনেই এ রোগে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৮ জন। যারা বাসায় থেকে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন, তাদের সংখ্যা এই হিসাবে আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, বাংলাদেশে সেপ্টেম্বরেও বৃষ্টি থাকে। ডেঙ্গুর প্রকোপ তখন কিছুটা বাড়ার আশঙ্কা থাকে।

ডেঙ্গুর প্রকোপ বাড়বে না কমবে তা আগামী এক সপ্তাহ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানাবে স্বাস্থ্য অধিদপ্তর।

হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা নতুন রোগীর সংখ্যা কমেছে।

এই সময়ে ১ হাজার ৭১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন নতুন রোগী, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৬০ জন।

তার আগের ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯২৯ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮১১ জন এবং কার বাইরে ১ হাজার ১১৮ জন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৭১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১৫ জন, ঢাকার বাইরে ৩ হাজার ৭০১ জন।

হাসপাতালে নতুন রোগীর সংখ্যা বৃহস্পতিবারের চেয়ে কমলেও সারদেশে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪৬ জন বেড়েছে।

সরকার চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃতু্যর তথ্য নিশ্চিত করা হলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৩৫ জনের তথ্য পাওয়া গেছে।

সরকারি হিসেবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর অগাস্টের ১৫ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৫৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি- ২২৯ জন নতুন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রামে ১৯২ জন, খুলনা বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ১০৫ জন, সিলেট বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন ভর্তি হয়েছেন ডেঙ্গু নিয়ে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলো থেকে ৬৫৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালগুলো থেকে ৯১৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62640 and publish = 1 order by id desc limit 3' at line 1