শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফতুলস্নায় রাকিব হত্যার মূল হোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্নায় ফিল্মি কায়দায় এক বন্ধুকে তাড়িয়ে দিয়ে আরেক বন্ধু রাকিবকে (২০) কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা মানিক ওরফে গিয়ার মানিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার ব্যবধানে হত্যার দায় স্বীকার ১৬৪ ধারা আদালতে জবানবন্দি দিয়েছেন মানিক।

শুক্রবার ভোরে ফতুলস্নার পাগলা তালতলা এলাকা হতে গিয়ার মানিককে গ্রেপ্তারের পর শুক্রবার সন্ধায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদের আদালতে জবানবন্দি দেন।

গ্রেপ্তারকৃত গিয়ার মানিক চাঁদপুরের ফরিদগঞ্জ থানার শাহাপুর রামদাসের বাগ এলাকার আবুল কালামের ছেলে। সে পাগলা কুসুমবাগ ৩নং গলির রেজাউল করিমের বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।

ফতুলস্না মডেল থানার এসআই মঈনুল হক সত্যতা নিশ্চিত করে জানান, রাকিবের সঙ্গে গিয়ার মানিকের পূর্বের বিরোধ নিয়ে পরিকল্পিতভাবে রাকিবকে হত্যার উদ্দেশে মানিকসহ আরো ৪/৫ জন মিলে রাস্তায় অবস্থান করে। রাতে রাকিকসহ তার বন্ধু আব্দুলস্নাহ পাগলা হতে রিকশাযোগে বাড়িতে ফেরার জন্য রওনা দেয়। পূর্ব পরিকল্পিতভাবে গিয়ার মানিক গংরা পাগলার নন্দলালপুর রোডে অবস্থান করছিল মানিক। তখন রাকিবদের রিকশা গতিরোধ করে ধারাল ছোরা দিয়ে এলোপাতারিভাবে রাকিবকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে চলে যায়। রাকিবকে হত্যা করার পরিকল্পনা ছিল ৫/৬ জন। আর হত্যার কিলিং মিশনে ছিল গিয়ার মানিকসহ ৪ জন।

তিনি আরো জানান, রাকিব হত্যার ঘটনায় নিহতের বাবা নওশাদ বেপারী বাদী হয়ে গিয়ার মানিককে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে ফতুলস্না মডেল থানায় মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামি গিয়ার মানিককে গ্রেপ্তার করা হয়। আর শুক্রবার সন্ধ্যায় মানিক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। আর হত্যাকান্ডে আরো যারা জড়িত রয়েছে খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।

নিহত যুবক রাকিব ফতুলস্নার নয়ামাটি মুসলিমপাড়া এলাকার মজিদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া নওশেদ বেপারীর ছেলে। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়ায়। সে ফতুলস্নার নয়ামাটি এলাকায় কাদিরের ভাংগারির দোকানের কর্মচারী।

হত্যাকান্ডের সময় রাকিবের সঙ্গে থাকা তার বন্ধু আব্দুলস্নাহ জানান, রাত ৩.৩০ মিনিটে পাগলা বাজার থেকে কেনাকাটা করে একটি রিকশায় রাকিবের সঙ্গে বাসায় ফিরছিলেন সে। এ সময় পাগলা রেলস্টেশন এলাকায় এলে একই এলাকার গিয়ার মানিক সহ ৪/৫ জন রিকশাটির গতিরোধ করে। তখন দুর্বৃত্তরা আব্দুলস্নাহকে রিকশা থেকে নামিয়ে চোর চোর বলে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ পর আব্দুলস্নাহ এসে দেখতে পায় রাকিবের রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62812 and publish = 1 order by id desc limit 3' at line 1