শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে

যাযাদি রিপোর্ট
  ১৯ আগস্ট ২০১৯, ০০:০০
প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ। ছবিটি রোববার রাজধানীর ন্যাশনাল হাসপাতাল থেকে তোলা -যাযাদি

মাস তিনেক আগে ঢাকায় শুরু হওয়া ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বেড়েছে, আগস্টের মাঝামাঝিতেই আগের মাসের তুলনায় দ্বিগুণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদের পর তিন দিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমতে থাকলেও শনিবার তা আবারও বেড়েছে।

রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৭০৬ জন মানুষ ডেঙ্গু নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুম জানিয়েছে। এর আগে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৪৬০ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১ হাজার ৭২১ জন।

ঢাকায় গত মে মাসের শেষ দিকে ডেঙ্গু দেখা দেয়, ওই মাসে মশাবাহিত এই রোগে আক্রান্ত হন ১৯৩ জন। পরের মাস জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হয় এক হাজার ৮৮৪ জন। জুলাইয়ে এই সংখ্যা পৌঁছায় ১৬ হাজার ২৫৩ জনে। ওই সময় ডেঙ্গু নিয়ে চারদিকে আলোচনার প্রেক্ষাপটে এই রোগের জীবাণুবাহী এডিস মশা নিধনে নানামুখী তৎপরতা নেয়ার কথা জানায় ঢাকার দুই সিটি করপোরেশন।

তবে এরপর থেকে ধারাবাহিকভাবে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, আগস্টের প্রথম দিক থেকেই দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা হাজারের ঘর ছাড়িয়ে দুই হাজারের বেশি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ১৮২ জন। এর মধ্যে আগস্টের এই কয় দিনেই প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭২১ জন।

সরকারি হিসাবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃতু্যর তথ্য নিশ্চিত করা হলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলা চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৫৪ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

আগস্ট ডেঙ্গুর মৌসুম হলেও মশা নিধনে নানা তৎপরতায় পরিস্থিতির উন্নতির আশা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।

তিনি বলেন, 'মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া মানুষের মধ্যে সচেতনতাও বেড়েছে। এসব কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে পারে বলে আমরা ধারণা করছি।'

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত যে ১ হাজার ৭০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মধ্যে ঢাকায় ৭৩৪ জন এবং ঢাকার বাইরে ৯৭২ জন।

রোববার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন সাত হাজার ১৬৮ জন। এর মধ্যে তিন হাজার ৬৬৮ জন ঢাকায় এবং তিন হাজার ৫০০ জন ঢাকার বাইরের রোগী। আগের দিন সাত হাজার ৮৫৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি ২৫২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চট্টগ্রামে ১৮৮ জন, খুলনা বিভাগে ১৩৩ জন, রংপুর বিভাগে ৬৩ জন, রাজশাহী বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ১৪০ জন, সিলেট বিভাগে ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫৭ জন ভর্তি হয়েছেন ডেঙ্গু নিয়ে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলো থেকে এক হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলো থেকে এক হাজার ২৮৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<62995 and publish = 1 order by id desc limit 3' at line 1