শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বি.বাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় শীর্ষে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০১ জুন ২০২০, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে জেলার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। এ ছাড়া জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। এর মধ্যে সদর উপজেলায় একটি, কসবা উপজেলায় পাঁচটি, বাঞ্ছারামপুর উপজেলায় তিনটি, নাসিরনগর উপজেলায় একটি, নবীনগর উপজেলায় দুটি এবং আখাউড়া উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

জানা গেছে, জেলা সদরের ঐহিত্যবাহী অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এ বছর ৩১৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। পাসের হার ৯৯.০৬ শতাংশ। সদরের সাবেরা সোবহান সরকারি উচ্চবালিকা বিদ্যালয় থেকে এ বছর ৩৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩২৫ জন। গভ. মডেল গার্লস হাইস্কুল থেকে ২০৫ শিক্ষার্থী জনের মধ্যে পাস করেছে ১৯৬ জন। আশুগঞ্জ সারকারখানা স্কুল থেকে ১২৫ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২০ জন। আশুগঞ্জ তাপবিদু্যৎকেন্দ্র উচ্চবিদ্যালয় থেকে ৮৫ জনের মধ্যে পাস করেছে ৮৩ জন। এ ছাড়া জেলার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বাঞ্ছারামপুর উজানচর কেএন উচ্চবিদ্যালয় থেকে ১১০ জনের সবাই পাস করেছে। উপজেলার সরকারি এসএম পাইলট উচ্চবিদ্যালয় থেকে ৯৭ জনের সবাই পাস করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100886 and publish = 1 order by id desc limit 3' at line 1