শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাবার পানি নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে মানববন্ধন

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
  ০২ জুলাই ২০১৮, ০০:০০
জয়পুরহাটের কালাইয়ে বিশুদ্ধ খাবার পানির নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে মানববন্ধন Ñযাযাদি

জয়পুরহাটের কালাইয়ে বিশুদ্ধ খাবার পানির নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে দুই শতাধিক গ্রাহক কলসি ও বালতি হাতে নিয়ে মানববন্ধন করেছে। রোববার উপজেলার হারুঞ্জা গ্রামে পল্লী উন্নয়ন একাডেমির অথার্য়নে স্থাপিত ‘সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রায়োগিক গবেষণা প্রকল্প’ (আইডাবিøউএম-আরডিএ) এলাকায় এ মানববন্ধন কমর্সূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে ‘আইডাবিøউএম-আরডি’ প্রকল্পের গ্রাহক রেবেকা সুলতানা, শিরি খাতুনসহ অনেকেই জানান, উপজেলা সেচ কমিটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে সরকারি এ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করণের সিদ্ধান্ত নিয়েছেন। এতে তারা দুভোের্গর মধ্যে পড়বেন। কারণ, পানির স্তর নিচে নেমে যাওয়ায় তাদের হস্তচালিত নলক‚পে পানি উঠে না। আবার ২০ থেকে ৩০ হাজার টাকা ব্যয়ে বৈদ্যুতিক সাব-মারসিবল পাম্প বসানোর সামথর্ও তাদের নেই। মাসিক স্বল্প খরচে তারা এ প্রকল্প থেকে সরবরাহকৃত আসেির্নক ও আয়রণ মুক্ত বিশুদ্ধ খাবার পানি পেয়ে থাকেন। বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার দাবিসহ উপজেলা সেচ কমিটির এ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণের যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে