শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২১ জন জেডিসি পরীক্ষাথীর্র মধ্যে ২০ জনই অনুপস্থিত!

নিয়ামতপুর (নওগঁা) সংবাদদাতা
  ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

চলমান জেএসসি-জেডিসি পরীক্ষায় নওগঁার নিয়ামতপুরের টিএইচবি দাখিল মাদ্রাসার মোট ২১ জন পরীক্ষাথীর্র মধ্যে ২০ জনই অনুপস্থিত রয়েছে।

পরীক্ষার জন্য নাম রেজিস্ট্রেশনের পর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এত বড় অনুপস্থিতির বিষয়টি নিয়ে উপজেলার সবর্ত্র আলোচনার ঝড় বইছে।

জানা গেছে, এবার উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ৬টি কেন্দ্রে (জেএসসি ৪টি, জেডিসি ১টি এবং ভোকেশনাল ১টি) পরীক্ষাথীর্র সংখ্যা ৩ হাজার ৪২৪ জন। এদের মধ্যে মোট অনুপস্থিতির সংখ্যা ৮১ জন। উপজেলায় জেডিসি পরীক্ষাথীর্র সংখ্যা ৬৫৮ জন। এদের মধ্যে অনুপস্থিত ছাত্র ৩৪ জন ও ছাত্রী ২৫ জন।

জেডিসি পরীক্ষায় পরীক্ষাথীের্দর অনুপস্থিতির কারন অনুসন্ধানে জানা গেছে, যে কোন প্রতিষ্ঠানের নতুন করে স্বীকৃতি ও পাঠদান অনুমতি পেতে হলে নুন্যতম ২০ জন শিক্ষাথীর্র রেজিষ্ট্রেশনের প্রয়োজন হয়। তাই টিএইচবি দাখিল মাদ্রাসা কতৃর্পক্ষ নামে/বেনামে অষ্টম শ্রেণীতে (জেডিসি পরীক্ষার জন্য) মোট ২১ জন শিক্ষাথীর্র রেজিষ্ট্রেশন সম্পন্ন করে। এসব শিক্ষাথীর্রা শুধু কাগজ কলমে থাকলেও বাস্তবে পরীক্ষা কেন্দ্রে নেই। ফলে এই প্রতিষ্ঠানের পক্ষে শুধু মাসুরা খাতুন নামে এক শিক্ষাথীর্ জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মাদ্রসা সুপার মাহাতাব উদ্দীন বলতে রাজি হননি।

তবে, ২০০০ সালে টিএইচবি দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয়ে পাঠদান কাযর্ক্রম শুরু করে। ১৪ জন শিক্ষক নিয়ে দীঘর্ ১৮বছর ধরে মাদ্রাসাটিতে পাঠদান চললেও আজও এমপিও ভুক্ত হয়নি প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22514 and publish = 1 order by id desc limit 3' at line 1