শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ জুন ২০১৯, ০০:০০

প্রশিক্ষণ সম্পন্ন

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমির (নায়েম) আয়োজনে ৩৯তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নায়েমের পরিচালক (প্রশিক্ষণ ও বাস্তবায়ন) অধ্যাপক ড. মো. লোকমান হোসেন। চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হক, নায়েমের প্রশিক্ষক মো. মাসুদ রানা, মো. মামুনুর রশিদ প্রমুখ।

মতবিনিময় সভা

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তাহিরপুরে বার্ষিক পুষ্টি পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেয়ার বাংলাদেশ কালেক্টিভ ইমপ্যাক্ট ফর নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুষ্টি পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর উত্তর আলহাজ খসরুল আলম, শ্রীপুর দক্ষিণ বিশ্বজিত সরকার প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট

নেত্রকোনা প্রতিনিধি

যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রম থেকে দূরে রাখতে সেতুবন্ধন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার থেকে নেত্রকোনায় শুরু হয়েছে দক্ষিণ সাতপাই মিনি ফুটবল টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে টর্নামেন্ট উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোকাম্মেল হক, সদস্য মুখলেছুর রহমান, আবুল হোসেনসহ অন্য নেতারা।

আলোচনা সভা

লালমনিরহাট প্রতিনিধি

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্তির আওতায় আনার ঘোষণাকে স্বাগত জানিয়ে শনিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে এক আনন্দর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি লালমনিরহাট শাখার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সংগঠনের জেলা শাখার সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান।

ভিত্তিপ্রস্তর স্থাপন

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শনিবার সকালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, আওয়ামী লীগের নেতা আহসান উল হক মাসুদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান।

গণসংবর্ধনা

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জোরপুল এলাকায় ঢাকা ২ আসনের অন্তর্গত স্বেচ্ছাসেবক লীগ ও এর সব সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে এ গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে এসময় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াতের জন্ম হয়েছে লুটপাট আর সন্ত্রাসের মাধ্যমে তাই তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বয়কট করেছে। গণসংবর্ধনায় এসময় সাভার উপজেলার কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গণসংবর্ধনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোলস্ন্যা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।

লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দু'দিন পর তানিম-(৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু তানিম সেন্দ গ্রামের রাজমিস্ত্রি কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিখোঁজ হয় শিশু তানিম। সম্ভাব্য সকল জায়গায় খটুজেও তার সন্ধান মেলেনি। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশের ডোবায় তার লাশ ভেসে উঠলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

দোয়া মাহফিল

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মান্দায় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী মৈনম ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজার আয়োজনে তার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার সকল স্তরের রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ অত্র এলাকার সকল ধর্মের প্রায় ১৫ হাজার লোকের সমাগম ঘটে।

উপকরণ প্রদান

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

ভোলাহাটে এনজিও সংস্থা মাইডস একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে শনিবার শিক্ষা উপকরণ প্রদান করেছে। এনজিও সংস্থা মাইডস তার নিজস্ব কার্যালয় আদাতলায় উপজেলার দলদলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ১০ হাজার টাকা মূল্যের ১০ সেট সিট বেঞ্চ তুলে দেন।

সিট বেঞ্চ স্কুলের শিক্ষকের হাতে তুলে দেন মাইডসের নির্বাহী পরিচালক বেলাল উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আদাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বুল হোসেন, এরিয়া ম্যানেজার আব্দুল আওয়াল, দলদলী শাখা ব্যবস্থাপক আল হেলাল, নাচোল শাখা ব্যাবস্থাপক দুরুল হোদা প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা।

মতবিনিময় সভা

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক সভা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আলুহাটিতে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সাহার আলীর সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার সুনীল কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সহকারী কমান্ডার আব্দুল মালেক, আব্দুল জব্বার, ফজলুর রহমান, কোবাদ আলী, সামসুল হক, আফছার আলী, ইয়াছিন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

স্মরণসভা

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা

লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার লামনগর একাডেমি পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে প্রতিষ্ঠানে হলরুমে মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল নুরনবীর স্মরণসভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিআইপি ব্যবসায়ী ফরিদ আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আফতাবুন্নবী খান, উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান বশির আহমেদ মানিক, মুক্তিযোদ্ধা আবুল বাসার, সালেহ আহমেদ, লামনগর একাডেমির সদস্য ফজলুল হক, কামাল হোসেন চৌধুরী প্রমুখ।

ডাকাত গ্রেপ্তার

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা

লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য করপাড়া গ্রামে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৭ মামলার পলাতক আসামি ডাকাত বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ায় বেলাল মধ্যকরপাড়া খামার বাড়ির মমতাজ মিয়ার ছেলে।

রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়ায় বেলাল হোসেন হত্যা, ডাকাতিসহ ৭ মামলার আসামি হয়ে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে রয়েছেন। শুক্রবার রাতে এলাকাতে প্রবেশ করলে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হক এমদাদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54852 and publish = 1 order by id desc limit 3' at line 1