শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদু্যতের খুঁটির কারণে রাস্তা সংস্কার কাজ বন্ধ

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা
  ২৫ জুন ২০১৯, ০০:০০

বিদু্যতের খুঁটির কারণে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ রোডের সংস্কার কাজ।

ফলে জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পৌর শহরবাসী। জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে দিরাই পৌরসভা কোটি টাকা ব্যয়ে আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করে। দরপত্রের মাধ্যমে কাজটি পায় 'টগর' নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ডিসেম্বরে সংস্কার কাজ শুরু হলে ড্রেন নির্মাণ কাজ শেষ হলেও রাস্তার পাশে বিদু্যতের খুঁটি না সরানোর ফলে রাস্তা সংস্কার কাজ আটকে যায়। এদিকে জানা গেছে, গত কয়েকদিনে এই সড়কে চলাচলকারী প্রায় ২০ জন আহত হয়েছে। যা নিত্য নৈমত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম বলেন, 'শহরের ব্যস্ততম এই রাস্তার সংস্কার কাজ বিদু্যতের খুঁটির অজুহাতে বন্ধ রাখা হয়েছে।' তিনি বলেন, 'স্থানীয় এমপি, পৌর মেয়র সরকার দলীয় হওয়ার পরও বিদ্যুতের খুঁটির কারণে রাস্তার সংস্কার কাজ বন্ধের বিষয়টি মেনে নেয়া যায় না।'

এদিকে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া বলেন, 'ইতিমধ্যে কলেজ রোডের ড্রেনেজ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। থানা পয়েন্ট থেকে বাসষ্ট্যান্ড পর্যন্ত কয়েকটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ করতে পারছে না। খুঁটি অপসারণের জন্য দিরাই আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীসহ বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<55152 and publish = 1 order by id desc limit 3' at line 1