শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ জুলাই ২০১৯, ০০:০০

বৃত্তি প্রদান

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা

লক্ষ্ণীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে রোববার বিকালে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক সোনাপুর বাজার শাখার ব্যবস্থাপক মো. বেলাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও লক্ষ্ণীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ উমেষ চন্দ্র লধ, শাহাজালাল ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আকম রুহুল আমিন, থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রমুখ।

সংবর্ধনা

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের ধর্মপাশায় কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত ১৭ জন নবীনকে সংবর্ধনা প্রদান করেছে ধর্মপাশা  থানা পুলিশ। গতকাল সোমবার বিকালে ধর্মপাশা থানা পুলিশের আয়োজনে পুলিশের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত ওসি নির্বান বিশ্বাসের সভাপতিত্বে ও এসআই আজিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মপাশা সার্কেল সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

এ ছাড়া বক্তব্য রাখেন কনস্টেবল পদে সদ্য নিয়াগপ্রাপ্ত  মুক্তা আক্তার আশীষ  তালুকদার,  আভিভাবক মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, প্রনক দেবনাথ প্রমুখ।

দুর্ধর্ষ ডাকাতি

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাসহ ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার রাত আড়াইটায় ১০-১২ জনের সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল উপজেলার গুলিশাখালী গ্রামে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মুক্তিযোদ্ধা আ: মন্নান হাওলাদার ও প্রতিবেশী শামীম খানের বসতঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এর পর ডাকাতরা তাদের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬৫ হাজার টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালংকারসহ মোবাইল ফোন ও প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় শামীম খানের স্ত্রী বেবী নাছরিন (৩৫) বাধা দিলে ডাকাতরা তাকে মারধর করে। সোমবার ভোরে মঠবাড়িয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

মাঠ দিবস পালন

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোববার বিকেল ৫টায় চতুল ইউনিয়নের বাইখির মাঠে মাঠ দিবস পালিত হয়েছে। কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার গোপাল কৃষ্ণ দাস, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ রাসেল রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে কৃষকের মাঝে নতুন উন্নত জাত এবং ভাল মানের বীজের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারী বীজ উদ্যোক্তা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বর্তমান কৃষিবান্ধব সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে উক্ত প্রকল্পের আওতায় প্রতি ইউনিয়নে একজন করে এসএমই কৃষক তৈরি করা হচ্ছে। আলোচনা অনুষ্ঠান শেষে একজন এসএমই কৃষকের মাঝে ওজন মাপক যন্ত্র এবং প্যাকেট সিলিং মেশিন বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আর্থ-সামাজিক উন্নয়ন প্রল্পের আওয়তায় বাগেরহাটের প্রান্তি মাছ চাষিদের সুবিধার্থে উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দিনব্যাপী বাগেরহাট সদর উপজেলার শ্রী-ঘাট, উৎকুল, সদুলস্নাহপুর, রনভূমি, সৈয়দপুর পালপাড়া, সুগন্ধি ও সুনগর গ্রামের ৮টি গ্রম্নপে মোট ২৬৪ জন মাছচাষিদের নানা উপকরণ বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে এ উপকরণ বিতরণ করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক সুভাষ চন্দ্র ঘোষ, সাংবাদিক আজাদুল হক, সংস্থার এলাকা ব্যবস্থাপক মো. জোনাব আলী, লিগ্যাল এইড ল'ইয়ার মো. ইব্রাহিম হোসেন, কারিগরি সহায়তাকারী মো. ইসলমাইল হোসেন ও শিরিনা আক্তার প্রমুখ।

মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি

নবাগত পঞ্চগড় পুলিশ সুপার মো. ইউসুফ আলী পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে তার কার্যালয়ের হলরুমে ওই মতবিনিময় সভায় পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুদর্শন কুমার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান।

পুলিশ সুপার বলেন, 'অনেক ক্ষেত্রেই আমরা অভিযোগ পাই, থানায় সেবা নিতে এসে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। নির্দেশ দেয়া হয়েছে থানায় কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং প্রয়োজনীয় সেবা পায়। হয়রানি ও সেবা থেকে বঞ্চিত হওয়ার কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'

ফলদ বৃক্ষমেলা

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

সোমবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আতাউর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শাহিনা সুলতানা শিল্পি, ভাইস চেয়ারম্যান কাজি আরজুসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান রোববার সকালে পরিষদের নতুন অডিটরিয়াম ভবনে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, নবনির্বাচিত চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান কালু খান, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, রাজৈর উপজেলার চেয়ারম্যান মো. মোতালেব মিয়াসহ মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার লোকজন।

ইয়াবা আটক

বরিশাল অফিস

বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক হয়েছে। শনিবার রাত ১০টার দিকে তাকে গৌরনদী উপজেলার উত্তর শরিকল গ্রাম থেকে আটক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এপিবিএন জানান, পুলিশ পরিদর্শক মারূফ হাসানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সোলায়মান মলিস্নক ওই গ্রামের সালাম মলিস্নকের ছেলে। তার বিরুদ্ধে গৌরনদী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিনিময় সভা

শাহ্‌রাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের শাহ্‌রাস্তিতে নারী নির্যাতন, যৌন হয়রানী ও ইভটিজিং প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মাওলানা ইসমাইল প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ৩২টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১৯টি মাদ্‌রাসার অধ্যক্ষ/সুপার, ৪টি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, মসজিদের খতিব, পেশ ইমামসহ এলাকার সুধীজন।

বার্তা প্রেরক

মোঃ আবুল কালাম

শাহ্‌রাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

তারিখঃ ১৫/০৭/২০১৯ইং

মোবাইলঃ ০১৭১১৩৭৫৩২৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58405 and publish = 1 order by id desc limit 3' at line 1