শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২১ আগস্ট ২০১৯, ০০:০০

মতবিনিময় সভা

বরিশাল অফিস

প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নে সাংবাদিকদের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে (বিপিইউএস) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিপিইউএস এর নির্বাহী পরিচালক বদিউল আলম। উপস্থিত ছিলেন এনজিও সংগঠক আনোয়ার জাহিদ ও শুভংকর চক্রবর্তী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিইউএস এর প্রধান সমন্বয়কারী মিঠু মধু।

চোর আটক

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকায় চুরি করার সময় চয়ন নামে এক যুবককে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা। আটক চোর পৌর এলাকার চিপত মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, চয়ন দীর্ঘদিন যাবৎ ধরে পৌর এলাকায় শরীফনগর ও আজিমনগর গ্রামসহ আরো কয়েকটি গ্রামে চুরি করে আসছিল সোমবার গভির রাতে গ্রামে চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গোয়ালন্দে সভা

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুলস্নাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল।

বিভাগীয় সভা

খুলনা অফিস

খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে 'সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা' সংক্রান্ত বিভাগীয় সভা সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

খুলনার সরকারি-বেসরকারি দপ্তর, শপিংমলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মসজিদে ইমামদের বক্তব্য দানের আহ্বান জানানো হয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। সভায় ১০ জেলার জেলা প্রশাসকসহ বিভাগীয় পর্যায়ের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

বাসযোগ্য পৃথিবীতে সব শিশুর অস্তিত্ব টেকসই উন্নয়ন অভীষ্ট স্থানীয়করণে হবে সুরক্ষিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে মুক্তাগাছা এপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তাগাছা এপি ম্যানেজার নম্রতা হাউই, ওয়ার্ল্ডভিশন চাইল্ড প্রোটেকশন অফিসার তিতুস হাচ্ছা, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম, সমাজসেবক আমিনুল ইসলাম আজাদ, ইউপি সচিব দেলোয়ার হোসেন।

\হ

কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা 'ডপস' এর আয়োজনে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের খরমপুর মোড়স্থ 'ডপস' কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. রেজাউল করিম।

'ডপস' প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও কবি রফিক মজিদ, ডপস সভাপতি রবিউর ইসলাম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, সাংবাদিক মাসুদ হাসান বাদল প্রমূখ। এসময় ডপস সদস্য ও জেলার বিভিন্ন উপজেলার সেচ্ছাসেব ী কর্মী উপস্থিত ছিলেন।

পরে ডপস এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কলেজ পর্যায়ে দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63226 and publish = 1 order by id desc limit 3' at line 1