শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

উঠান বৈঠক

পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা

পত্নীতলায় উপজেলার শিহাড়া ইউপির হলাকন্দ গ্রামে নিরাপদ বিদু্যৎ ব্যবহার এবং গ্রাহকদের বিদু্যৎ ব্যবহারে বিভিন্ন সমস্যা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল লতিফের সভাপতিত্বে উঠানবৈঠকে প্রধান অতিথি ছিলেন নওগাঁ পলস্নী বিদু্যৎ সমিতি-২ এর জিএম নুরুল ইসলাম।

ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত আলহাজ আজিজুর রহমান একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযাদ্ধা আজিজুর রহমান।

দিনব্যাপী প্রশিক্ষণ

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রাম আদালতের দুইদিনব্যাপী রিফ্রেসার্স দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

ছড়ি বিতরণ

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বস্নাইড এডুকেশন অ্যান্ড রেহেবিলিটেশন ডেভেলপমেন্ট অগ্রানাইজেশন (বার্ডোর) উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বুধবার সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। সিডিআরপি কর্মকর্তা কামরুন্নাহার মীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুলস্নাহ আল মামুন মন্ডল।

শান্তি সমাবেশ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে দেশীয় অস্ত্র সমর্পণ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

কার্যক্রম উদ্বোধন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গ্রন্থাগার অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলে যৌথ উদ্যোগে 'লাইব্রেরি আনলিমিটেড' প্রকল্পের আওতায় শিশুদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারে শিশুদের 'টয় ব্রিকস' কার্যক্রমের উদ্বোধন বুধবার করা হয়েছে। উদ্বোধন করেন লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম।

ফাইনাল খেলা

বাগেরহাট সদর সংবাদদাতা

বাগেরহাটে গ্রামবাংলার ঐতিহ্য দেশের জাতীয় খেলা কাবাডিকে জনপ্রিয় করতে ও মুজিববর্ষকে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্কুল-মাদ্রসা কাবাডি প্রতিযোগিতা। মঙ্গলবার রাতে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে ১২টি বালক দল ও ৬টি বালিকা দল নিয়ে শেষ হয় এই কাবাডি টুর্নমেন্ট। ফাইনাল খেলায় বালক বিভাগে বাগেরহাট সদরের চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ৪৬ পয়েন্ট নিয়ে ২০ পয়েন্টের ব্যবধানে বাগেরহাট কামিল মাদ্রাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলা পুলিশের উদ্যোগে সড়ক পরিবহণ আইন ২০১৮ বাস্তবায়নবিষয়ক এক কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবহণ মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে চর জনগোষ্ঠীর সামাজিক সচেতনতা বৃদ্ধিকরণবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে ফ্রেন্ডশিপ ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টর। এ সময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান।

আলোচনা সভা

বাগেরহাট সদর সংবাদদাতা

সড়ক পরিবহণ নতুন আইন বস্তবায়নে জেলা বাসমালিক শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড চত্বরে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

দিনব্যাপী কর্মশালা

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক-বিষয়ক দিনব্যাপী কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা সিনিয়র তথ্য অফিসার হুমাউন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোছা. উলফৎ আরা বেগম।

হ্যারিকেন বিতরণ

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের ইসলামপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী মহিলাদের হস্তশিল্প প্রশিক্ষণ শেষে সনদ ও সোলার হ্যারিকেন বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি থেকে প্রতিবন্ধী মহিলাদের হাতে সনদ ও সোলার হ্যারিকেন তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আবদুন নাছের বাবুল।

আলোচনা সভা

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান।

বর্ধিত সভা

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩ নম্বর বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিতসভা রুহিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ কমিটির সিনিয়র সদস্য জাহিরুল মাস্টার।

বিশেষ সভা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছা উপজেলা যুবলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩ নভেম্বর সপ্তম কংগ্রেস সফল করার লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ আনিছুর রহমান মুক্ত'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

যুবককে জরিমানা

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সদরপুরে পাখি শিকারের দায়ে দুই যুবককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চরচাদপুর কোড়পাড় থেকে দুই পাখি শিকারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।

মতবিনিময় সভা

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর পোরশায় বরেন্দ্র অঞ্চলে উচ্চ মূল্যের ফসল উৎপাদনে করণীয় বিষয়ে বিএমডিএ কর্তৃপক্ষ কৃষকদের সঙ্গে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএমডিএর নওগাঁ রিজিয়ন-২ এর নির্বাহী পরিচালক আবদুল মালেক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএমডিএর কেবিডি-৫ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. রোস্তম আলী।

লিফলেট বিতরণ

পাবনা প্রতিনিধি

পাবনায় সড়ক পরিবহণ আইনের কার্যকারিতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ লাইনসে শহিদ বীর মুক্তিযোদ্ধা এএসআই জলিল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম-বিপিএমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিআরটিএ পাবনা অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী পরিচালক সমীরন রায়।

প্রশিক্ষক কর্মশালা

আমতলী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার আমতলীতে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বুধবার বারি সোলার পাম্পভিত্তিক সোলার হোম সিস্টেম স্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মেম্বর ডাইরেক্টর (প্রাণিসম্পদ বিভাগ) সোলার পাম্প প্রকল্পের কো-অর্ডিনেটর ড. নাজমুন্নাহার করিম।

পূজামন্ডপ পরিদর্শন

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় দুই সংসদ সদস্য বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। রোববার দুপুরে উপজেলার বাসুদেবপুর ও নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন শফিকুল ইসলাম শিমুল এমপি ও রন্তা আহমেদ এমপি।

সরকারি সহায়তা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ছয় ক্যান্সারে আক্রান্ত রোগীদের ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর সহায়তায় বুধবার দুপুরে সংসদ সদস্য মো. আবু জাহির তার নিজ কার্যালয়ে রোগী ও তাদের স্বজনদের কাছে এ চেক হস্তান্তর করেন। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দলিল লেখকদের স্থায়ীভাবে বসার স্থান করে দেয়ার দাবিতে মানবন্ধন, প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে দলিল লেখকরা। নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের আয়োজনে বুধবার ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলা গেটের সামনে সমাবেশ বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুট্ট।

যুবক আটক

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলায় বুধবার শেখাহাতি ইউনাইটেড উচ্চবিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালীন আদেশ অমান্য করে কেন্দ্রে প্রবেশ করায় রাকিবুল হাসান (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মো. শফিকুর আলমের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

মতবিনিময় সভা

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

নওগার বদলগাছীতে ইউএনও মো. আবু তাহির তার নিজ কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সভায় উপস্থিত ছিলেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সহসভাপতি ফজলে মওলা, সম্পাদক মো. হাফিজার রহমান।

ভ্রাম্যমাণ আদালত

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুর বাজারে মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫ দোকানদারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন পারভীন এ অভিযান পরিচালনা করেন।

মা সমাবেশ

সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মঙ্গলবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিরেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি, গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম।

ওপেন হাউস ডে

আমতলী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার আমতলী থানা মিলনায়তনে বুধবার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশারের সভাপতিত্বে ওপেন হাউস ডে সভায় উপস্থিত ছিলেন আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, ইউএনও মনিরা পারভীন।

মাঠ দিবস

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আগাম জাতের জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭২ কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের তহশিলদার পাড়া গ্রামের কৃষক সাজেদুল ইসলামের ধান কর্তনের সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হানিফ।

ফুটবল টুর্নামেন্ট

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুরে পুটিয়াখালী গাজীরহাট বাৎসরিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার উপজেলার পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, চেয়ারম্যান মো. জিয়া হায়দার খান লিটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ঢুলিপাড়া সফদার মেম্বারের বাড়ির আঙিনায় উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ বন্ধ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে মঙ্গলবার বিকালে উপজেলার আবু ইউসুফ মোলস্না বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ ভেঙ্গে দিয়েছে ইউএনও মো. সরোয়ার হোসেন।

তিনি জানান মেয়ের বাবা তার নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সংবাদ পেয়ে তিনি সেখানে উপস্থিত থেকে বিয়ে ভেঙে দেন।

সচেতনতামূলক সভা

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

সড়ক পরিবহণ আইনের কার্যকারিতা সম্পর্কে রাজশাহীর পুঠিয়ায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর পুঠিয়ায় অবস্থিত রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।

চেক বিতরণ

শাহ্‌রাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের শাহ্‌রাস্তিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ১১ জন দুস্থ ও অসহায়ের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইউএনও শিরীন আক্তারের নিজ কার্যালয়ে এ চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক।

কমিটির সভা

কয়রা (খুলনা) সংবাদদাতা

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ানের ৯ নং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির সভাপতি ও ইউপি সদস্য রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শমরেশ চন্দ্র সরকার।

আলোচনা সভা

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতামূলক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কাজিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার আ'লীগের সদস্য ও মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা খন্দকার আব্দুল মাতিন।

\হসম্মেলন অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার মেঘনার চালিয়াভাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগে বুধবার সকালে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ডের নতুন সভাপতি, সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম।

স্মারকলিপি প্রদান

বিরল (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের বিরলে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ সরকারি নীতিমালা অনুযায়ী খাস জমি ও জলাশয় দ্রম্নত বন্দোবস্তের দাবিতের্ যালি, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী বরাবরে ইউএনওর মাধ্যমে ১৭ দফা দাবি সংবলিত ও নৌপরিবহণ প্রতিমন্ত্রী বরাবরে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74511 and publish = 1 order by id desc limit 3' at line 1