শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত

নতুনধারা
  ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় হাতির আক্রমণে জহুরা বেগম (৬১) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়া হাতির দল তছনছ করে দিয়েছে ১০টি বসতঘর ও ফলদ বাগান। বুধবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের পাহাড়ি কালাইয়ার আগা ও বাছুরী পাড়ায় রাতভর ১৪ থেকে ১৫টি বন্যহাতির পাল এ তান্ডব চালায়। এদিকে হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এলাকাবাসী জানায়, গহিন পাহাড় থেকে বন্যহাতির দল রাতে সরই ইউনিয়নের কালাইয়ার আগা গ্রামে এসে প্রথমে ফজলুল হকের বসতঘর ভাংচুর করে। এ সময় তারা পালাতে গিয়ে হাতির আক্রমণে ঘটনাস্থলেই ফজলুল হকের স্ত্রী জহুরা বেগম মারা যান। এরপর রাতভর তান্ডব চালিয়ে বাছুরীপাড়ার জুলহাস উদ্দিন, মো. রফিক, সৈয়দ আহমদ ও আবদুর রহিমের বসতঘর সম্পূর্ণ ও পরে কালাইয়ার আগাপাড়ার আবদুল গনি, হোসেন আহমদ, আলমগীর ও ফজল হকের বসতঘরের আংশিক তছনছ করে। একই সময় হাতিগুলো স্থানীয়দের ঘরে থাকা ধান, চাল, বাগানের কলা গাছ খেয়ে ফেলে।

হাতি আক্রমণের শিকার ফজল হক ও হোসেন আহমদ বলেন, রাতজেগে আগুনের কুন্ডুলি জ্বালিয়ে হাতির আক্রমন থেকে বাঁচার চেষ্টা চালিয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না।

লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার বলেন, পাহাড়ে খাদ্য সঙ্কট ও আবাসস্থল খুঁজে না পেয়ে লোকালয়ে ছুটছে বন্যহাতিগুলো। হাতিগুলোকে গভীর বনে সরিয়ে নিতে স্থানীয়দের সহযোগিতায় কাজ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86502 and publish = 1 order by id desc limit 3' at line 1