শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসহায়তা

স্বদেশ ডেস্ক
  ০৫ এপ্রিল ২০২০, ০০:০০
নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক সিনিয়র সচিব সাজ্জাতুল হাসানের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় -যাযাদি

করোনার প্রভাবে কর্মহীন খেটে খাওয়া দিনমজুর অসহায়দের মাঝে গত কয়েকদিন থেকে সরকারি-বেসরকারি, বিভিন্ন সংগঠন ও নানা পেশাজীবী ব্যক্তির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। গতকাল শনিবারও খাদ্য সহায়তা অব্যাহত ছিল। আমাদের অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর:

খুলনা: খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, আ'লীগ নেতা বাবুল রানা, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। তিনি এলাকায় জনসচেতনতা বৃদ্ধির প্রচারণার পাশাপাশি কয়েক হাজার কর্মহীন মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার, নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি জীবাণুনাশক ছিটিয়ে মোহনগঞ্জবাসীকে সুরক্ষার চেষ্টা অব্যাহত রেখেছেন। উপজেলার সোয়াইর ইউনিয়নের আদর্শনগর মহাবিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সাজ্জাদুল হাসানের উদ্যোগে এসব বিতরণ করা হয়। মাঘান ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, সাবেক এমএনএ মরহুম আখলাকুল হোসাইন আহমেদের সুযোগ্য সন্তান বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান প্রতিটি সংকট মুহূর্তে উপজেলাবাসীর পাশে দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় করোনা সংকট মুহূর্তে তিনি কর্মহীন সকলের বাড়ি বাড়ি ত্রাণ বিতরণ করছেন। এর আগেও তিনি ৫ হাজার মানুষের একসঙ্গে চোখের ছানির অপারেশন করিয়েছেন।

যশোর: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রশাসনের কাছে ১০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছেন। শুক্রবার বিকালে শহরের কাঁঠালতলাস্থ শাহীন চাকলাদারের ব্যক্তিগত কার্যালয় থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছানোয়ার হোসেনের কাছে এসব তুলে দেয়া হয়। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, আ'লীগ নেতা মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী: রাজবাড়ীর স্থানীয় একটি দৈনিক পত্রিকার উদ্যোগে পত্রিকা বিক্রেতাদের মাঝে শনিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন ও সাংবাদিক রুবেলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল: খাদ্যসামগ্রী বিতরণ করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট: জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ৫ শত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিতরণের সময় জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, চেম্বারের সভাপতি সিরাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ফরিদপুর: হতদরিদ্র বিপদাপন্ন মানুষের মাঝে নিত্যপণ্যের সঙ্গে একটি করে ইলিশ মাছ উপহার দিয়েছেন ফরিদপুরের তরুণ ব্যবসায়ী মিঠু মিয়া। শনিবার দুপুরে শহরের আলিপুরে নবাব টাওয়ারের সামনে এ ত্রাণ সহায়তা দেন।

নওগাঁ: শুক্রবার রাতে বৃদ্ধা সাবিয়া বেগমকে ত্রাণ সহায়তা দিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ। যেখানে রয়েছে- চাল, ডাল, আলু, লবণ, তেলসহ অন্য দ্রব্যাদি। এ সময় একটি কম্বলও দেয়া হয়। ওইদিন দুপুরে শহরের বাঙ্গাঁবাড়িয়া বিহারী কলোনি মাঠে বৃদ্ধা সাবিয়া বেগম একটি টিনের উপর নষ্ট ভাত পানিতে পরিষ্কার করে শুকাচ্ছিলেন। এমন দৃশ্য দেখে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ খান মোবাইলে ছবি তুলে তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টটি দেখে জেলা প্রশাসক হারুন অর রশীদ রাতের আঁধারে ওই কলোনির ২৫টি কর্মহীন পরিবারকে ঘর থেকে ডেকে ত্রাণ সামগ্রী দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মামুন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

পাবনা: পাবনার ৬শ' পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার সকালে পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ট্রাকচালক ইউনিয়নের কার্যালয় চত্বরে সাংবাদিক ও জেলা দুপ্রক সভাপতি প্রফেসর শিবজিত নাগ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের পাবনাস্থ সমন্বয়ক আাঁখিনূর ইসলাম রেমন, সাংবাদিক আখতারুজ্জামান আখতার, কামাল আহমেদ সিদ্দিকী, আরিফ আহমেদ সিদ্দিকী ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীনগর (মুন্সীগঞ্জ): ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন। শনিবার সকালে শ্যামসিদ্ধি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন নিজস্ব অর্থায়নে ৯ ওয়ার্ডে ৩ হাজার কেজি চাল বিতরণ করেন। অপরদিকে দুপুর ১২টায় ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু এক হাজার পরিবারের প্রত্যেকের মাঝে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও রহিমা আক্তার, ভাইস চেয়ারম্যন ওয়াহিদুর রহমান জিঠু, রেহানা বেগম, ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন সাহাদাৎ প্রমুখ।

রায়পুরা (নরসিংদী): এপেক্স ক্লাব ভৈরবের পক্ষে শনিবার সকালে ত্রাণ বিতরণ করেন জেলা প্রেসিডেন্ট সুলতান খান। উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুল আলম লিটন, নুর উদ্দিন আহমেদ, মোস্তফা খান, সমাজ সেবক হাফিজ উদ্দিন প্রমুখ।

শ্যামনগর (সাতক্ষীরা): শুক্রবার বিকালে ২৬৭ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য ডালিম কুমার ঘরামী, ইউপি সদস্য আব্দুর রউফ প্রমুখ।

তাহিরপুর (সুনামগঞ্জ): বাজারের অবস্থানরত ঘুরে বেড়ানো পাগলদের একবেলা খাবারের দায়িত্ব নিয়েছেন তাহিরপুর ইউএনও বিজেন ব্যানার্জি। শনিবার সকালে সদর বাজারে ঘুরে বেড়ানো পাগলদের হাতে তিনি খাবার তুলে দেন।

শিবপুর (নরসিংদী): শিবপুরে আটকেপড়া বেদে সম্প্রদায়ের ২৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন থানার অফিসার ইনচার্জ মোলস্না আজিজুর রহমান। শুক্রবার বিকালে নিজ উদ্যোগে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের শাষপুর এলাকায় অস্থায়ীভাবে অবস্থান করছে ২৫টি বেদে পরিবার। করোনাভাইরাসের কারণে তারা বেকার হয়ে কয়েকদিন ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করছিলেন। শুক্রবার বিকালে তাদের এমন দুর্দশার কথা শুনে ওসি মোলস্না আজিজুর রহমান খাদ্যসামগ্রী নিয়ে সেখানে হাজির হন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। ওসি মোলস্না আজিজুর রহমান জানান, করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়ায় এবং কোনো প্রকার ত্রাণ না পাওয়ায় কয়েকদিন ধরে অর্ধাহারে অনাহারে দিন পার করছিল বেদে পরিবারগুলো। দ্বীন ইসলাম নামে ওই সম্প্রদায়ের একজন বিষয়টি তাকে জানালে তিনি সাধ্যমতো খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সাপাহার (নওগাঁ): আ'লীগ নেতা আব্দুল বারী শাহ্‌ চৌধুরী প্রায় ২০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। শনিবার দুপুরে তার পক্ষে বিতরণ করেন ভাগিনা অনিক চৌধুরী। সহযোগিতা করেন যুবলীগ নেতা মনিরুজ্জামান সমাপণ ও ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।

ঘাটাইল (টাঙ্গাইল): শুক্রবার বিকালে খাদ্যসামগ্রী বিতরণ করেন মানাবাধিকার কমিশনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন, সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক উত্তম আর্য্য, সহ সভাপতি ওয়াহেদ আলী, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভুঁইয়া প্রমুখ।

চকরিয়া (কক্সবাজার): মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া-লামা-আলীকদম রোড কমিটির বেকার হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। শনিবার দুপুরে পরিবহণ শ্রমিক ইউনিয়নের অফিসে অনুষ্ঠানে ছিলেন আরাকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, চকরিয়া-লামা-আলীকদম যানবাহন মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক আহমদ প্রমুখ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার): জেলা বিএনপির সহ-সভাপতি সাইদুল হক সাঈদের উদ্যোগে হতদরিদ্র ৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু, আসাদুজ্জামান দুলাল, ইউনুছ, দেলোয়ার হোসেন সোহেল, কাহার সরকার প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ): সিলেটের এইচবি গ্রম্নপের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলার চড়াকোনা গ্রামে খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, যুবলীগ নেতা তানজীর আহমেদ।

ঘিওর (মানিকগঞ্জ): পুলিশ সুপার রিফাত রহমান শামীমের উদ্যোগে শুক্রবার সকালে ত্রাণ বিতরণ করেন থানার ওসি আশরাফুল আলম, তদন্ত কর্মকর্তা মোহাব্বত হোসেন, এসআই আলতাফ হোসেন, সাংবাদিক আনোয়ারুল হক, রামপ্রসাদ সরকার দীপু, ছাত্রলীগ নেতা আজিম মিয়া প্রমুখ।

বাগেরহাট সদর: বাগেরহাটে কর্মরত ৮শ বাস শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। শনিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের ত্রাণ দেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, ইউনিয়নের সভাপতি খান রেজাউর রহমান মন্টু ও সাধারণ সম্পাদক খান আবুবক্কর সিদ্দিকী প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা): বেদে সম্প্রদায়ের বস্তিতে খাদ্যসামগ্রী বিতরণ করেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল ও ইউএনও বশির গাজী। শনিবার ভোরে উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় ৩০ বেদে পরিবারের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ করা হয়।

বোদা (পঞ্চগড়): রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন শনিবার জেলার দেবীগঞ্জ উপজেলার ১১ হাজার কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। উপস্থিত ছিলেন আ'লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ ও মন্ত্রীর এপিএস রাসেদ।

চাটখিল (নোয়াখালী): নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম উপজেলার ৯ ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং সোনাইমুড়ি উপজেলার ৭ ইউনিয়ন ও ১টি পৌরসভার হতদরিদ্র ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তার পক্ষে বিতরণ কাজের তত্ত্বাবধানে রয়েছেন ইউএনও দিদারুল আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু।

ফটিকছড়ি (চট্টগ্রাম): সহস্রাধিক অসহায়-দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন কাতারস্থ বৃহত্তর ফটিকছড়ি সমিতির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা জিয়া উদ্দীন জিয়া। বিতরণকালে আ'লীগ নেতা আনোয়ার ফারুকী, জিন্নাত আলী, আনোয়ার জাহেদ চৌং, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধুরী, হারুন চৌধুরী, শাহ আলম, আবসার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

চিলমারী (কুড়িগ্রাম): চিলমারীতে প্রায় ২০ জন ভিক্ষুকসহ ৪০ দরিদ্র পরিবারের বাড়িতে খাবার পৌঁছে দিলেন মাইদুল ইসলাম ও আলিমুল ইসলাম নামে সেই দুই ভাই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তির আর্থিক সহযোগিতায় উপজেলার রমনা এলাকার ভিক্ষুক, মুচি, ভ্যানচালক ও হকারসহ ৪০টি পরিবারের মাঝে এসব বিতরণ করেন।

দুর্গাপুর (নেত্রকোনা): শনিবার দুপুরে কুলস্নাগড়া ইউনিয়নের দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্র্যসামগ্রী বিতরণ করেন স্থানীয় হাতেম, রুবেল পাঠান, সাইফুল ও হাবিবুর।

দাউদকান্দি (কুমিলস্না): দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে শনিবার ৫ শতাধিক নর-নারীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। দুপুরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোস্তাক সরকার, সুমন খন্দকার, বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও ছাত্রদল নেতা রুমান খন্দকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<95284 and publish = 1 order by id desc limit 3' at line 1