logo
মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০১৯, ১০ বৈশাখ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০  

রহস্যময় চিঠির অথর্ উদ্ধার

রহস্যময় চিঠির  অথর্ উদ্ধার
১৬৭৬ সালে রহস্যময় এক চিঠি লেখেন ইতালির সিসিলির বাসিন্দা সন্ন্যাসিনী মারিয়া কোসিফিস্স ডেলা কোনসেজিওন। তিনি দাবি করেছিলেন, শয়তান ভর করেছিল তার ওপর। সেই শয়তান তাকে দিয়ে চিঠিটি লিখিয়েছে। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫।

শোনা যায়, সারা রাত ধরে সেই চিঠি লেখার সময় চিৎকার করেছিলেন তিনি। বারবার জ্ঞান হারাচ্ছিলেন। তবে গ্রিক, আরবি, লাতিন ভাষার বণর্ ব্যবহার করে ওই চিঠিতে যা লেখা হয়েছিল তার অথর্ এতদিন বের করা সম্ভব হয়নি। অবশেষে ৩০০ বছরেরও বেশি সময় পর চিঠির কিছু অংশের অথর্ বের করতে সক্ষম হয়েছেন ইতালির লুদার সাইন্স সেন্টারের গবেষকরা। ওই চিঠিতে লেখা হয়েছে, সৃষ্টিকতার্ ভাবেন তিনি মানুষকে মুক্তি দিতে পারেন। কিন্তু এ ব্যবস্থা কারো ক্ষেত্রেই কাজ করে না। তবে খোদ লুদার সাইন্স সেন্টারের পরিচালকই এ চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে