শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুতে নতুন রেকডর্

যাযাদি রিপোটর্
  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৯

বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলকে পৌঁছেছে বাংলাদেশ।

সোমবার সন্ধ্যা ৭টায় ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোডর্ (পিডিবি) জানিয়েছে।

‘এই উৎপাদন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি,’ বলেন পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী।

এর আগে গত ১৮ জুলাই সবোর্চ্চ ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

সোমবার দিনের পিক আওয়ারে ১১ হাজার ৭৪০ এবং সন্ধ্যার পিক আওয়ারে ১২ হাজার ৫০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পূবার্ভাস দিয়েছিল পিডিবি।

সাইফুল হাসানের দাবি, রেকডর্ গড়ার এই দিনে লোডশেডিং ছিল না।

তবে কোথাও কোথাও কিছু সময়ের জন্য বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৯ সালে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তখন বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার মেগাওয়াট। বতর্মানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দঁাড়িয়েছে ২০ হাজার মেগাওয়াটে।’

গত সাড়ে ৯ বছরে মোট ২৪ হাজার ৩৫১ মেগাওয়াট ক্ষমতার ১৩৫টি বিদ্যুৎকেন্দ্র নিমাের্ণর জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ সময়ে মোট প্রায় ১২ হাজার ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ও ১০১টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প চালু করা হয়েছে। যেখানে ২০০৯ সালের পূবের্ ১০০ বছরেরও বেশি সময় বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছিল মাত্র ২৭টি।

বতর্মান সরকারের দীঘর্ মেয়াদি পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13110 and publish = 1 order by id desc limit 3' at line 1