শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইজিপি

রাজশাহী অফিস
  ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

সব ধরনের লোভ-লালসা ও স্বজনপ্রীতির ঊধ্বের্ থেকে জননিরাপত্তা বিধানে কাজ করার জন্য নবীন পুলিশ কমর্কতাের্দর প্রতি আহŸান জানিয়েছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, সব বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশের সেবায় জনগণের কল্যাণে কাজ করতে হবে।

শনিবার সকালে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি সারদায় ২৫তম শিক্ষানবিশ ৬৬৫ জন সাজের্ন্টকে ১ বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ আহŸান জানান।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণ ও উদঘাটন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পেশাদারিত্বের সঙ্গে এ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কোনোভাবে এসব কিছু বরদাস্ত করা হবে না। এসব অন্যায় কাজ প্রতিরোধে যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজের উপর অপির্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, সড়কে সুশৃঙ্খলা আর মানুষের জীবনের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন অনুযায়ী মানুষের কাছে যেতে হবে। পথচারী, শিশু ও বৃদ্ধের রাস্তা পারাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অ্যাকাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণ এক নয়। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ খুবই গুরুত্বপূণর্।

তিনি বলেন, প্রশিক্ষণকালে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জ্ঞান অজের্নর মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য পুলিশ কমর্কতার্ হিসেবে গড়ে তুলতে হবে। এর আগে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী সারদা ঐতিহাসিক প্যারেড মাঠ পরিদশর্ন, অভিবাদন গ্রহণ করেন। এরপর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অজর্নকারীদের হাতে পদক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপ্যাল মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি, ভাইস প্রিন্সিপ্যাল আবদুল্লাহ আল মাহমুদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি বাসুদেব বণিকসহ পুলিশের উচ্চ পযাের্য়র কমর্কতার্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22018 and publish = 1 order by id desc limit 3' at line 1