শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
একাদশ জাতীয় সংসদ নিবার্চন

জাপার আসনে নজর আ’লীগ-বিএনপির

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)
আবু-বিন-আজাদ, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
  ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা নিবার্চনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি নিবার্চনী এলাকায় উঠান বৈঠকসহ প্রচারণা চালাচ্ছেন। সেই সঙ্গে তারা ঈদ ও বিভিন্ন ধমীর্য় অনুষ্ঠান উপলক্ষে এলাকাবাসীকে বিলবোডর্, ব্যানারসহ সংবাদ মাধ্যমের মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দোয়া প্রাথর্না করছেন। এমনকি মনোনয়নপ্রত্যাশী নেতার সমথর্করাও বিলবোডর্ ও ব্যানার টাঙিয়ে তাদের নেতাকে প্রাথির্তা পাওয়ারও দাবি জানাচ্ছেন। সৈয়দপুরসহ পুরো নিবার্চনী এলাকায় এরকম ব্যানার-বিলবোডর্ এখন চোখে পড়ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ডজন খানেক নেতা এ আসনে মনোনয়নপ্রত্যাশী। এদের মধ্যে সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মোটর শ্রমিক ইউনিয়নের জনপ্রিয় নেতা আখতার হোসেন বাদল, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, কেন্দ্রীয় উপ-কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমেনা কোহিনুর আলম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, শিল্পপতি আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা নাফিউল হক নাফা ও কিশোরগঞ্জের জাকির হোসেন বাবুল অন্যতম।

জাতীয় পাটির্র প্রাথীর্ হিসেবে মাঠে রয়েছেন বতর্মান এমপি আলহাজ্ব শওকত চৌধুরী, জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নে ও সাবেক এমপি মরহুম ড. আসাদুর রহমানের পুত্র আহসান আদেলুর রহমান ও জাপা নেতা ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীন। এছাড়া লেবার পাটির্র ওয়াসিমও নিবার্চনী প্রচারণা চালাচ্ছেন।

এ এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাবেক এমপি সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, বিলকিস বেগম ও সংগীতশিল্পী বেবী নাজনীনের নাম শোনা গেলেও বতর্মানে আমজাদ হোসেন সরকার বিএনপির প্রাথীর্ হিসেবে নিবার্চনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি আমজাদ হোসেন সরকার নিশ্চিত প্রাথীর্ হিসেবে এলাকায় মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীর্রা চাইছেন, এ নিবার্চনী এলাকায় যেন আওয়ামী লীগের দলীয় একক প্রাথীর্ দেয়া হয়। আর মনোনয়নপ্রত্যাশীরাও নিজের মনোনয়ন নিশ্চিত করতে হাইকমান্ডে যোগাযোগের পাশাপাশি স্থানীয় নেতাকমীের্দর সঙ্গে সদ্ভাব জিয়ে রেখেছেন।

জাতীয় পাটির্ (এ)’র মনোনয়নপ্রত্যাশী বতর্মান এমপি আলহাজ্ব শওকত চৌধুরী ও আহসান আদেলুর রহমান নিজেদের মনোনয়ন নিশ্চিত বলে বিভিন্ন সভা-সমাবেশ ও সংবাদ সম্মেলনে বলেছেন।

অপরদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আমজাদ হোসেন সরকার ফুরফুরে মেজাজে গণসংযোগসহ নিবার্চনী এলাকায় বিভিন্ন স্তরের মানুষজনের সঙ্গে মতবিনিময় করছেন। রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন এ নেতা ইতোমধ্যে একবার উপজেলা চেয়ারম্যান, দুইবার পৌরসভার চেয়ারম্যান, একবার এমপি ও বতর্মানসহ দুইবার পৌরসভার মেয়র নিবাির্চত হয়েছেন।

এদিকে এ আসনটিতে স্বাধীনতার পর আলিম উদ্দিন প্রথম আওয়ামী লীগ দলীয় এমপি নিবাির্চত হয়েছিলেন। তারপর গত নবম সংসদ নিবার্চনে কনের্ল (অব.) মরহুম মারুফ সাকলায়েন সাংসদ নিবার্চন হন। এর আগে একবার অধ্যাপক মরহুম আব্দুল হাফিজ আওয়ামী লীগের হয়ে এমপি হলেও পরে তিনি বিএনপিতে যোগদান করেছেন। এ আসনে বিএনপির মরহুম মুজিবুর রহমান ও বতর্মান সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার এমপি নিবাির্চত হয়েছিলেন।

এ আসনে জাতীয় পাটির্ (এ)’র এমপি হয়েছেন কাজী ফারুক কাদের, রওশন আলী দুলু, ড. আসাদুর রহমান ও বতর্মান এমপি আলহাজ্ব শওকত চৌধুরী। বতর্মানে এ আসনে কিশোরগঞ্জের আরও ৩টি ইউনিয়ন যুক্ত হওয়ায় জাতীয় পাটির্র প্রাথীর্র আরও সুবিধা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22156 and publish = 1 order by id desc limit 3' at line 1