শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিসি ব্যুরোর সদস্য নিবাির্চত বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:৩০

আন্তজাির্তক অপরাধ আদালতের (আইসিসি) ব্যুরোর সদস্য নিবাির্চত হয়েছে বাংলাদেশ। ৫-১২ ডিসেম্বর হেগে অনুষ্ঠিত রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রগুলোর ১৭তম অধিবেশনে বাংলাদেশ সদস্য হিসেবে নিবাির্চত হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের সবর্সম্মতিক্রমে আগামী দুই (২০১৯-২০) বছরের জন্য ব্যুরো সদস্য নিবাির্চত হয়েছে বাংলাদেশ। ২০১০ সালে আইসিসির সদস্যরাষ্ট্র হিসেবে যোগদানের পর এ প্রথম বাংলাদেশ ব্যুরোর সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছে। ১২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ‘ব্যুরো’ আইসিসির শীষর্ পরামশর্ক পষর্দ হিসেবে পরিগণিত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য হিসেবে ২০১৯ সালের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও জাপান এবং ২০২০ সালে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং ফিলিস্তিন ব্যুরোর প্রতিনিধিত্ব করবে। সাধারণত ব্যুরো আইসিসির বাজেট চূড়ান্তকরণ, বিচারক, প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর নিবার্চন সম্পকির্ত গুরুত্বপূণর্ সিদ্বান্ত গ্রহণ করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে