শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পযর্টনশিল্প বিকাশে ১৩০০ কোটি টাকার প্রকল্প

যাযাদি রিপোটর্
  ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

পযর্টনশিল্প বিকাশে ১৩শ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, অমিত সম্ভাবনার অফুরন্ত উৎস বাংলাদেশের পযর্টন শিল্পকে অথৈর্নতিক অগ্রগতি ও কমর্সংস্থানময় অন্যতম উৎসে পরিণত করতে সরকার ১৩শ কোটি টাকার প্রকল্প নিয়েছে, যা অবকাঠামো সুবিধা ও মানবসম্পদ খাতে ব্যয় হবে।

বৃহস্পতিবার মহাখালীর বাংলাদেশ পযর্টন কপোরেশনের (বিপিসি) সদর দপ্তরে কমর্কতাের্দর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিপিসির সভাপতি আখতার উজামান খান সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিমান পরিবহন ও পযর্টন সচিব মহিবুল হক।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এশিয়ার অন্যতম পযর্টন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি মহাপরিকল্পনা নিয়েছে। পৃথিবীর পযর্টকরা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গজর্ন শোনেনি।

বাঘ দেখেছে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার দেখেনি, লেক দেখেছে রাঙ্গামাটির মতো নয়নাভিরাম সৌন্দযর্ দেখেনি। এসব দেখতে পযর্টকদের বাংলাদেশে নিয়ে আসতে যা কিছু করা সম্ভব সরকার সব করবে।

লক্ষ্য সফল করতে কমর্কতাের্দর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহŸান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32680 and publish = 1 order by id desc limit 3' at line 1