শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ব্রিফিং অনুষ্ঠানে সিইসি

দায়বদ্ধ সংবিধানের কাছে দল-ব্যক্তির কাছে নয়

কে এম নুরুল হুদা বলেন, ভোটাররা আপনাদের প্রতি তাকিয়ে আছেনÑ সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নিবার্চন পরিচালনা করবেন এই প্রত্যাশায়
যাযাদি রিপোটর্
  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

কমর্কতাের্দর উদ্দেশে প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সম্পূণর্ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নিবার্চন পরিচালনা করতে হবে। প্রজাতন্ত্রের কমর্কতার্ হিসেবে আপনারা একমাত্র প্রজাতন্ত্রের এবং সংবিধানের কাছে দায়বদ্ধ; কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ওপর দায়বদ্ধ নন।

দ্বিতীয় পযাের্য়র উপজেলা নিবার্চনে দায়িত্বপ্রাপ্ত রিটানির্ং ও সহকারী রিটানির্ং কমর্কতাের্দর ব্রিফিং অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগঁাওয়ে নিবার্চন ভবনে এ অনুষ্ঠান হয়।

সিইসি বলেন, ‘সমন্বয়টা অত্যন্ত গুরুত্বপূণর্। আমরা তো দূরে থাকব। জেলা, উপজেলা পযাের্য়র কমর্কতার্, রিটানির্ং ও সহকারী রিটানির্ং কমর্কতার্, পোলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমর্কতার্রা নিবার্চনের সঙ্গে জড়িত থাকবেন। এখানে আছেন প্রতিদ্ব›দ্বী প্রাথীর্রা। আর সবচেয়ে গুরুত্বপূণর্ হলো ভোটার, যাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নিবার্চন হবে। আপনারা এসব লোকের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এরা আপনাদের প্রতি তাকিয়ে আছেনÑ সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নিবার্চন পরিচালনা করবেন এই প্রত্যাশায়।’

সিইসি বলেন, ‘মনে রাখতে হবে আপনাদের দক্ষতার ওপরে, পারদশির্তার ওপরে, নিরপেক্ষতার ওপরে নিভর্র করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিবার্চন। আশা করি, কখনো কারও প্রতি কোনো রকমের দুবর্লতা আপনাদের থাকবে না। কোনো পক্ষপাতিত্ব থাকবে না। সম্পূণর্ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নিবার্চন পরিচালনা করতে হবে।’

কমর্কতাের্দর সিইসি বলেন, ‘কারও প্রতি কোনো রকমের দুবর্লতা, অনুরাগ, বিরাগ, কোনো কিছু আপনাদের থাকবে না। কেবল নিরপেক্ষ নিবার্চন পরিচালনার জন্য যতটুকু করা দরকার, ততটুকু আপনাদের করতে হবে।’

সিইসি বলেন, প্রিসাইডিং কমর্কতার্ যদি সিদ্ধান্ত দেন যে তার পক্ষে নিবার্চন পরিচালনা করা সম্ভব নয়, তবে রিটানির্ং কমর্কতার্ হিসেবে মূল্যায়ন করে কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারবেন। রিটানির্ং কমর্কতার্ যদি মনে করেন নিবার্চন তার নিয়ন্ত্রণবহিভূর্ত, তাহলে তিনি কমিশনে নিবার্চন বন্ধ করে দেয়ার জন্য সুপারিশ করবেন। কমিশনের কাছে তার যুক্তি যথাযথ মনে হলে পুরো উপজেলার নিবার্চন বন্ধ করে দেয়ার ক্ষমতা রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36758 and publish = 1 order by id desc limit 3' at line 1