শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতা তদন্ত আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃসংশতার ‘প্রাথমিক পরীক্ষা’র জন্য একটি টিম পাঠাতে আন্তজাির্তক ফৌজদারি আদালত (আইসিসি)’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

পররাষ্ট্র সচিব শহীদুল হক শনিবার এখানে আইসিসি প্রধান কেঁৗসুলি ড. ফাতু বেনসুদার সঙ্গে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রীর এক বৈঠকের পর বলেন, তিনি (শেখ হাসিনা) আইসিসিকে আগামী মাসে বাংলাদেশ সফরে এলে আইসিসি টিমকে সম্ভাব্য সব সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী মাচের্র শুরুতে বাংলাদেশ সফরে আসতে যাওয়া আইসিসি টিমকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছেন এবং এ ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী ও আইসিসির প্রধান কেঁৗসুলি ১৯৭১ সালে বাংলাদেশে

পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা এবং মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ওপর নৃসংশতার বিচারের বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা চালানো পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদের বিচারের সম্মুখীন করার ওপর গুরুত্বারোপ করেন।

রোহিঙ্গাদের ওপর নৃসংশতার বিচার প্রসঙ্গে আইসিসির প্রধান কেঁৗসুলি বলেন, আইসিসি ইতোমধ্যে রোহিঙ্গা ইস্যু আমলে নিয়েছে এবং দায়ীদের বিচারের জন্য একটি আদালত প্রতিষ্ঠা করেছে।

ফাতু বেনসুদা বলেন, এ প্রসঙ্গে মামলা দঁাড় করানোর লক্ষ্যে আইসিসি টিম ‘প্রাথমিক পরীক্ষা’র জন্য বাংলাদেশ সফর করবে।

প্রধানমন্ত্রী আইসিসি প্রধান কেঁৗসুলিকে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাÐের ঘটনা অবহিত করেন। সেই সঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পকের্ তাকে জানান।

গামবিয়ার নাগরিক ও আন্তজাির্তক আইনজীবী ফাতু বেনসুদা বলেন, জামার্নস্থ বাংলাদেশের হাইকমিশনার বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাÐ সম্পকের্ অবহিত করেছেন। যে কারণে তিনি বিষয়টি জানেন।

ড. বেনসুদা প্রধানমন্ত্রীকে আইসিসি পরিদশর্ন করে ১৯৭১ সালের গণহত্যার বিচারের বিষয় নিয়ে কথা বলতে আহŸান জানান।

বাংলাদেশ আইসিসিতে জোরালো ভ‚মিকা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র সচিব বলেন, আইসিতে বাংলাদেশ সাম্প্রতিককালে যোগদান করে জোরালো ভূমিকা রাখছে।

অপরদিকে সম্মেলনের পাশাপাশি আন্তজাির্তক পারমাণবিক অস্ত্র নিবারণ প্রচারণা কমর্সূচির নিবার্হী পরিচালক নোবেল পদকপ্রাপ্ত বেট্রিক ফিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

পরমাণু অস্ত্র বন্ধ করার উদ্যোগের সঙ্গে বাংলাদেশ কাজ করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু কতৃর্ক দক্ষিণ এশিয়াকে পারমাণু অস্ত্রমুক্ত অঞ্চল করার প্রচেষ্টার প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37094 and publish = 1 order by id desc limit 3' at line 1