শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর একাদশ স্প্যান জাজিরায় বসবে আজ

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

দ্রম্নতগতিতে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ। একের পর এক বসছে স্প্যান। দৃশ্যমান হচ্ছে সেতু। সেতুর একাদশ স্প্যান '৬-সি' এখন জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলারের কাছে অবস্থান করছে। স্প্যানটি বসলে পুরো পদ্মাসেতু দৃশ্যমান হবে ১ হাজার ৬৫০ মিটার।

আজ মঙ্গলবার সকাল থেকে স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের।

সোমবার সকাল ৮টায় মুন্সিগঞ্জের মাওয়া-কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি যাত্রা শুরু করে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার 'তিয়ান ই' ক্রেনে। সকাল সোয়া ১০টার দিকে নির্ধারিত পিলারের কাছে এসে পৌঁছায় স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সকাল ৮টায় 'তিয়ান ই' ভাসমান ক্রেনে রওয়ানা দেয় ১৫০ মিটার দৈর্ঘ্যের ধূসর রঙের স্প্যান '৬-সি'। সকাল সোয়া ১০টায় নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় স্প্যান বহনকারী ক্রেনটি। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে মঙ্গলবার সকাল থেকে স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

জানা যায়, পদ্মা সেতুতে ৪২টি পিলারের মধ্যে ৪১টি স্প্যান বসবে। সেতুর ২৪৭টি পাইল বসানোর কাজ শেষ। সম্পন্ন হয়েছে ২৩টি পিলারের কাজ। পদ্মা সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্স্ন্যাব বসবে। জাজিরা প্রান্তে স্প্যানগুলোতে রোডওয়ে স্স্ন্যাব বসানোর কাজ চলমান। প্রস্তুত করে রাখা আছে প্রায় ৩৫০ রোডওয়ে স্স্ন্যাব। এ ছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্স্ন্যাব বসবে স্প্যানগুলোতে। সম্প্রতি জাজিরা প্রান্তে ভায়াডাক্টে রেলওয়ে গার্ডার বসানোর কাজও শুরু হয়েছে।

একাদশ স্প্যান ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে সে দেশেরই আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুর কাঠামো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46459 and publish = 1 order by id desc limit 3' at line 1