শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিসিসি-সিসিসি ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় ইসি

নতুনধারা
  ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

রংপুর-৩ আসনের উপনির্বাচনের পর নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি এবার ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ওপর। কিন্তু কোন সময় এই নির্বাচন করা যেতে পারে, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে সংস্থাটি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল এই তিন সিটির নির্বাচন একইযোগে সম্পন্ন করা হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদ পূর্তির পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির (ডিএনসিসি) মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

এই হিসাবে ঢাকার দুই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে আসছে মধ্য নভেম্বরে। আর চট্টগ্রাম সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২০ সালের ফেব্রম্নয়ারির প্রথম সপ্তাহে।

ইসি কর্মকর্তারা জানান, নভেম্বরে ঢাকা সিটির তফসিল দিলে ভোট করতে হবে ডিসেম্বরের শেষের দিকে। কিন্তু এ সময় স্কুলের পরীক্ষা থাকবে। আবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। কাজেই নির্বাচনী প্রচার চালাতে ব্যাঘাত ঘটবে।

আবার জানুয়ারিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে নির্বাচন কমিশনেরও রয়েছে কর্মযজ্ঞ। সময় রয়েছে জানুয়ারির শেষের ভাগ। আবার ফেব্রম্নয়ারিতে রয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আবার এপ্রিলে থাকছে এইচএসসি পরীক্ষা।

এই অবস্থায় ২০২০ সালের এপ্রিল পর্যন্ত কোনো সময় পাচ্ছে না নির্বাচন কমিশন। আবার রোজা শুরু হবে মে মাসে।

ইসি কর্মকর্তারা জানান, তিন সিটি নির্বাচন একসঙ্গে সম্পন্ন করাটাই এবার খুব দুরুহ ব্যাপার। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি নির্বাচন জুনে বা এর পরে চলে যেতে পারে। আর ঢাকা দুই সিটির ভোট জানুয়ারির শেষ ভাগ করা হতে পারে। আবার ডিসেম্বরের শেষেও কিছুটা সময় রয়েছে। কিন্তু এটা উপযুক্ত নয়।

এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, রমজানের ঈদের পর ছাড়া নির্বাচনের উপযুক্ত সময়ই তো নেই। আবার ঢাকা ?দুই সিটির ভোট ২০২০ সালের মধ্যে মে মাসের আগেই করতে হবে। স্কুলের পরীক্ষা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা রয়েছে। এসব বিবেচনায় কমিশন এখনো ঠিক করতে পারেনি কোন সময় ভোট হলে ভালো হবে। তবে নভেম্বরে কমিশনের বৈঠক হবে। কেননা, এই মাসেই ঢাকার দুই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে।

২০১৫ সালে ঢাকা উত্তরে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন ব্যবসায়ী নেতা আনিসুল হক। তার মৃতু্যর পর আরেক ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম বর্তমান মেয়র। আর চট্টগ্রাম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে এখনো দায়িত্বরত আছেন আজম নাসির উদ্দিন।

ইসি কর্মকর্তারা জানান, এই তিন সিটি নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হতে পারে। যদিও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে সব নির্বাচনে সীমিত আকারে এই যন্ত্রে ভোটগ্রহণ করা হবে। তবে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছেন, কমিশন এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি। ইভিএম ব্যবহার হবে কিনা, সেটা নির্ধারণ হবে কমিশন বৈঠকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70462 and publish = 1 order by id desc limit 3' at line 1