শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যত বড় জয়, তত বড় শঙ্কা আছে: নাসিম

যাযাদি রিপোটর্
  ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০
মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় নেতাকমীের্দর প্রতি আহŸান জানিয়ে বলেছেন, ‘যত বড় জয়, তত বড় শঙ্কা আছে। বিপুল বিজয়ে আত্মতুষ্টি বা আত্মহারা হওয়ার কোনো কারণ নেই। ’৭৫-এর আগেও আমাদের অনেক বড় বিজয় এসেছিল। এরপরই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। এবারও বড় বিজয়ে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের সম্পকের্ সতকর্ থাকতে হবে।’

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্সটিটিউশনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এই সভায় সংগঠনটির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা এমএ করিম, আলহাজ আবু তৌহিদ প্রমুখ।

সৈয়দ আশরাফুল ইসলাম প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন আমার ছোট ভাইয়ের মতো। তাদের সঙ্গে আমাদের সম্পকর্ ছিল পারিবারিক। ওয়ান-ইলেভেনে সৈয়দ আরশাফ সাহসী ভ‚মিকা পালন করেছেন। ওই দুঃসময় সাহসী ভ‚মিকা পালন করে তিনি আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘এ দেশে আর কোনোদিনও সাম্প্রদায়িক শক্তি ও মৌলবাদ মাথা তুলে দঁাড়াতে পারবে না। গত ৩০ ডিসেম্বরের নিবার্চন প্রমাণ করেছে যে, প্রতিবারই এ দেশের সরকার হবে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।’

নাসিম বলেন, ‘মৌলবাদী চক্রান্তকারীরা তাদের চক্রান্ত এখনো অব্যাহত রেখেছে। চক্রান্তকারীদের চক্রান্ত সম্পকের্ আমাদের সব নেতাকমীের্ক সজাগ থাকতে হবে । আমরা বঙ্গবন্ধুকন্যার সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। আমরা তাকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাখব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<32201 and publish = 1 order by id desc limit 3' at line 1