শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামায়াতকে নিষিদ্ধ করতে হবে: নাসিম

যাযাদি রিপোটর্
  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম Ñযাযাদি

বতর্মানে বিরোধী দলহীন রাজনীতির জন্য বিএনপি নিজেই দায়ী মন্তব্য করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সাম্প্রদায়িক শক্তি জামায়াতকে প্রশ্রয় দেয়ার কারণেই বিএনপির এই দশা। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এ কথা বলেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বতর্মানে বিরোধীদলহীন রাজনীতির জন্য দায়ী বিএনপি নিজেই। সাম্প্রদায়িক শক্তি জামায়াতকে প্রশ্রয় দেয়ার কারণে তাদের এই অবস্থা। এবারের নিবার্চনে নারী-পুরুষ সবাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে কোনো আপোস নয়, জামায়াতকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে। আমাদের সামনে চ্যালেঞ্জ হলো, এই সংসদের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করতে চাই, যা বঙ্গবন্ধু করেছিলেন। এ ব্যাপারে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।’ বিএনপিকে জামায়াত ছাড়ার আহŸান জানিয়ে নাসিম বলেন, বিএনপিকে স্পষ্ট করে বলতে হবে, তারা জামায়াতের সঙ্গে আছে কি-না। নইলে তারা চিরদিনের জন্য আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে তিনি বলেন, ‘প্রথম যখন আমি পালাের্মন্টে সংসদ সদস্য হিসেবে আসি, তখন বক্তব্য কীভাবে দিতে হবে তা সুরঞ্জিত সেনগুপ্তের কাছে থাকে শিখেছিলাম। তিনি একজন যোগ্য পালাের্মন্টারিয়ান ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের জন্য অপরিহাযর্ ছিলেন। তাকে আমাদের অনুসরণ করতে হবে। তাকে জেনেছি, শিখেছি। অসাম্প্রদায়িক রাজনীতির প্রবক্তা ছিলেন তিনি। হয়তো তাকে যথাযথ মযার্দা দিতে পারিনি।’ সভায় সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নিবার্চনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে। তারা আন্তরিকতার সঙ্গে নিবার্চনে অংশগ্রহণ করেনি বলে মানুষ নিবার্চনে তাদের ভোট দেয়নি। এর প্রধান কারণ হচ্ছে তাদের মনোনয়ন বাণিজ্য। নিবার্চনের ফলাফল বজর্ন করে এখন পযর্ন্ত সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া বিএনপিকে অনুরোধ করে কামরুল বলেন, ‘কোনো ষড়যন্ত্র না করে আপনারা সংসদে আসুন, কথা বলুন। প্রধানমন্ত্রীতো বলেই দিয়েছেন সবাইকেই কথা বলার সুযোগ দেয়া হবে। দুনীির্তবাজদের বজর্ন করে নতুন নেতৃত্ব আনুন, তাহলেই হয়তো জনগণের কাছে পৌঁছাতে পারবেন।’ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, অভিনেত্রী সারা বেগম কবরী, শাহনুর এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে