শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি ভতির্: প্রতি আসনের বিপরীতে প্রাথীর্ ৩৮ জন

ঢাবি প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০১৮, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অনলাইনে ভতির্ পরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে; এবার প্রতি আসনের বিপরীতে প্রাথীর্র সংখ্যা দঁাড়িয়েছে ৩৮ জন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবষের্ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভতির্ হতে আগ্রহীরা মঙ্গলবার বেলা ২টা পযর্ন্ত আবেদন করতে পেরেছেন।

পঁাচটি ইউনিটে মোট ৭ হাজার ১২৮টি আসনের বিপরীতে এবার ২ লাখ ৭২ হাজার ৫১২ জন নিধাির্রত সময়ের মধ্যে আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভতির্ অফিসের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক-ইউনিটে ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৮২ হাজার ৯৭০ জন শিক্ষাথীর্। অথার্ৎ এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভতির্চ্ছু শিক্ষাথীর্র সংখ্যা ৪৭ জন।

খ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবদেন পড়েছে ৩৬ হাজার ২৫০ জনের। অথার্ৎ এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভতির্র জন্য লড়বে ১৫ জন।

গ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭হাজার ৫৩৪ জন আবেদন করেছেন। এই ইউনিটে প্রতি আসনে লড়বে ২২ জন।

ঘ ইউনিটে ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬২ জন লড়বেন।

আর চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন প্রাথীর্ আবেদন করেছেন এবার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর ক-ইউনিটের ভতির্ পরীক্ষার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভতির্ পরীক্ষার সূচনা হবে।

এরপর ২১ সেপ্টেম্বর খ-ইউনিট, ১৪ সেপ্টেম্বর গ-ইউনিট, ১২ অক্টোবর ঘ-ইউনিট, ১৫ সেপ্টেম্বর চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের এবং ২২ সেপ্টেম্বর চ-ইউনিটের অংকন অংশের ভতির্ পরীক্ষা হবে।

‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পযর্ন্ত।

আর ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ১০ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পযর্ন্ত ডাউনলোড করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<9739 and publish = 1 order by id desc limit 3' at line 1