শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রত্যাশা বিরাট কোহলির

চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ করবে

বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, কঠিন সময়ে উৎসব এলেও সবার সময়টা কাটবে হাসিমুখে।
ক্রীড়া প্রতিবেদক
  ২০ মে ২০২০, ০০:০০
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি -ফাইল ফটো

বিশ্বের সেরা ব্যাটসম্যান কে তা নিয়ে হয়ত বিরাট কোহলির সঙ্গে সমান পালস্নায় নাম আসে স্টিভেন স্মিথের। কিন্তু রান তাড়ায় সেরার হিসেব করলে কোহলিকে বেশিরভাগই প্রশ্নাতীতভাবে মানেন বিশ্বসেরা। এ ব্যাটসম্যান যেন রান তাড়া করাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। অনলাইন আড্ডায় তা জানতে চেয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও সেরা ওপেনার তামিম ইকবাল। কীভাবে এত সহজে সফলভাবে রান তাড়া করেন? এমন প্রশ্নের জবাবে মুশফিকুর রহিমের কথা থেকে মোটিভেটেড হয়ে ভালো খেলার কথা বলেন কোহলি।

কোহলি রসিকতা ও সিরিয়াসনেস মেশানো ব্যাখ্যায় দিয়েছেন জবাব। ওয়ানডেতে রান তাড়ায় ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন কোহলি। রান তাড়ায় রেকর্ড ২৬টি সেঞ্চুরি করেছেন তিনি। যার ২২টিতেই জিতেছে তার দল।

সোমবার রাতে তামিমের নিজের নিয়মিত ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি যোগ দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার কোহলি। নিয়মিত আড্ডায় অন্য ক্রিকেটারদের সঙ্গে বড় একটা সময় রসিকতার অংশ থাকলেও ২৫ মিনিটের আলাপে কোহলির কাছে তামিম জানতে চেয়েছেন কেবল ক্রিকেটীয় বিষয়েই।

এক পর্যায়ে তামিম জিজ্ঞেস করেন, 'বিরাট ভাই, রান তাড়ায় তুমি কীভাবে সব লক্ষ্য সম্ভব করো।'

জবাবটা প্রথমে হালকা চালে শুরু করেন কোহলি, ব্যাটিংয়ের সময় উইকেটকিপারদের সেস্নজিংয়ের প্রসঙ্গ টানেন তিনি, 'মানসিক প্রক্রিয়া সহজই থাকে। কখনো কখনো মুশফিকরাও সাহায্য করে, মানে স্টাম্পের পেছন থেকে কিছু একটা বলে। তখন আমি আরও উৎসাহ পাই।

তারপরই মূল ব্যাখ্যায় কোহলি শুনিয়েছেন বরাবরই হার না মানা মানসিকতা তাকে রাখে ইতিবাচক, 'আসলে সত্যি কথা বলতে আমি ছোট থেকেই একটা ব্যাপার ভাবতাম। টিভিতে যখন ম্যাচ দেখতাম, অনেক ম্যাচে ভারত রান তাড়া করে জেতার অবস্থায় নেই। তবু আমার মনে হতো আমি যদি থাকতাম তাহলে জিতে যেতাম। মানে এ ধরনের একটা স্বপ্ন খেলা করত মনের ভেতর।'

'আমি এভাবে দেখি, এটা একটা সুযোগ। আমাকে সেটা করতে হবে, জেতাটা জরুরি। আমি দলকে জিততে দেখতে চাই। এই দৃঢ়তাই ভেতরের আগুন বের করে নিয়ে আসে।'

তামিম তখন জিজ্ঞেস করেন, '৩৭০-৩৮০ রান তাড়া করতে গেলেও একই চিন্তা মাথায় থাকে?'

জবাবে কোহলি জানান কোন প্রক্রিয়ায় সব সম্ভব করার দিকে এগিয়ে যায় তার চলার পথ, 'হঁ্যা অবশ্যই। আমি কখনো ভাবি না যে হবেই না। একটা ম্যাচের কথা মনে পড়ে। হোবার্টে শ্রীলংকার বিপক্ষে ৪০ ওভারে ৩৩০ রানের মতো করতে হতো আমাদের কোয়ালিফাই করতে হলে। আমার মনে পড়ে হয়ত রায়না ছিল বা অন্য কেউ, আমি বলেছিলাম এই ম্যাচকে আমরা দুইটা ২০ ওভারের ম্যাচ হিসেবে নিব। ৪০ ওভার শুরুতে আমরা দেখব না। প্রথম ২০ ওভারে দেখব কতরান করা যায়। যদি ৮ উইকেট হাতে থাকে তাহলে পরের ২০ ওভারে ওভারপ্রতি ১২ রান করেও করা যাবে।'

নিবিড় অনুশীলন, সর্বোচ্চ নিবেদন আর ফিটনেসকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া বিরাট কোহলির সাফল্যের পেছনে অনেক আত্মত্যাগের গল্প জানা গেছে নানা সময়ে। মাঠে জেতার জন্য আগ্রাসী কোহলির জীবনযাপন পুরোটাই শৃঙ্খলাবদ্ধ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, একজন ক্রিকেটার হিসেবে এই জায়গায় কোহলিকে নিয়ে গর্ব করার আছে তাদের।

তার এবং সতীর্থদের নানা বিষয় জানতে চাওয়া নিয়ে বসেছিলেন কোহলির সামনে। খুঁটিনাটি টেকনিক্যাল বিষয়ে আলাপের পর তামিম জানান কোহলি নিয়ে তার নিজের ভাবনার কথা, 'বিরাট ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমরা একটা সময় ফিটনেস ও শৃঙ্খলা ইত্যাদির ক্ষেত্রে অন্য খেলার তারকাদের উদাহরণ বা আদর্শ মানতাম। এখন আমরা গর্ব করে বলতে পারি আমাদের ক্রিকেটীয় পরিবারেই এমন একজন আছেন, আর সেটা হলেন আপনি। এভাবে আমাদের আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগল।'

এমন প্রশংসা চওড়া হাসিতে গ্রহণ করে কোহলি আশা করেন সব বিপর্যয় পেরিয়ে শিগগিরই খেলার মাঠে মিলবেন তারা, 'দ্যাটস সো সুইট অফ ইউ। এই শো আশা করি লোকের ভালো লাগছে। পরিস্থিতি ভালো হয়ে যাওয়ার আশা করছি। তাহলে আমরা আবার খেলতে নামব, আবার দেখা হবে। মানুষ খেলাটা ভালোবাসে। প্রার্থনা করছি পরিস্থিতি যেন দ্রম্নত উন্নতি হয়ে যায়।'

করোনাভাইরাসের মহামারির কঠিন সময়ে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তামিম ইকবালের সঙ্গে অনলাইন আড্ডায় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, কঠিন সময়ে উৎসব এলেও সবার সময়টা কাটবে হাসিমুখে।

কোহলি শুভেচ্ছাবার্তার সঙ্গে কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর প্রেরণাও দেন, 'সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সময় কাটানোর দারুণ সুযোগ সবাই উপভোগ করুন, এই সময়টা স্মরণীয় করে রাখা উচিত।'

'আমি আশা করব কঠিন পরিস্থিতির যাবতীয় চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ করবে। পরিস্থিতি ভালো হওয়ার জন্য আমরা একসঙ্গে প্রার্থনা করছি। এখন আমাদের কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই যে ওখানে কী হচ্ছে, এখানে কী চলছে। আমরা সবাই একসঙ্গেই একটি চরম বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি। সবাই লড়াই করছি। আমি এই অবস্থা থেকে পরিত্রাণের আশা করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100100 and publish = 1 order by id desc limit 3' at line 1