শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৭ জুন ২০২০, ০০:০০

নারী ফুটবল বিশ্বকাপ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

পুরুষ বিশ্বকাপের মতোই প্রতি চার বছর পর পর নারী বিশ্বকাপ আয়োজন করে থাকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। এই বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। শুক্রবার আগামী আসরের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা। তাসমান সাগরপাড়ের দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে ২০২৩ নারী বিশ্বকাপ আয়োজন করবে।

সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ১০ জুলাই শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত মাসব্যাপী নারী বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ব্যাপারে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'এটি শুধুমাত্র নারীদের বিশ্বকাপ নয়। এটি পূর্ণাঙ্গ বিশ্বকাপ। নারীরা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক যা সবার উপলব্ধি করা প্রয়োজন। পুরুষ বিশ্বকাপের পর এটি সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট।'

২০২৩ নারীদের বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে প্রথমে আগ্রহ প্রকাশ করলেও পরে নাম প্রত্যাহার করে নেয় ব্রাজিল ও জাপান। এরপর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে লড়াইয়ে ছিল শুধু কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি পেয়েছে মোট ১৩ ভোট। অন্যদিকে মোট ৩৫ ভোটের মাঝে ২২ ভোট পেয়ে আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

'মেসির চেয়ে ভালো পাস কেউ কখনো দিতে পারেনি'

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভক্ত ছড়িয়ে আছে সারাবিশ্বে। এমনকি কিংবদন্তি অনেক ফুটবলারও তার পায়ের জাদুতে মুগ্ধ। অসংখ্য বিশেষণে ভূষিত এই ফুটবলারকে নিয়ে এবার টুইট করেছেন ইংলিশ কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তার মতে মেসির চেয়ে ভালো পাস কেউ কখনো দিতে পারেনি।

লিনেকার লেখেন, 'মেসির গোলগুলোর হিসাব দরকার নেই। ওর চেয়ে ভালো পাস কেউ কখনো দিতে পারেনি। মেসি যেটা দেখে সেটা অন্য কেউ কখনো দেখে না। ব্যক্তিগতভাবে আমার কাছে তার চেয়ে ভালো আর কেউ নেই। কখনো কেউ আসবেও না।'

চোখের জলে ক্লপের উদযাপন

ক্রীড়া ডেস্ক

৩০ বছর পর লিগ শিরোপা জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগ যুগে প্রথম। দীর্ঘ অপেক্ষা শেষে যার হাত ধরে এলো সাফল্য, সেই ইয়ুর্গেন ক্লপের প্রশংসা ঝরছে ফুটবল বিশ্বের সব জায়গায়। ক্লপের নিজের অনুভূতি কী? ভাষা হারিয়ে ফেলেছেন জার্মান কোচ। যা ভেবেছিলেন, তার চেয়ে বেশি প্রাপ্তিতে ঘোরের মধ্যে লিভারপুল কোচ। শিরোপা জয়ের পর আত্মহারা কোচ ক্লপ খুঁজে পাচ্ছেন না অনুভূতি প্রকাশের ভাষা। চোখের জল হয়ে নেমে এলো যেন তার খুশির জোয়ার। জার্মান কোচের অধীনেই গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লিভারপুল। একটুর জন্য ছোঁয়া হয়নি প্রিমিয়ার লিগের শিরোপা। মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি। ফুটবল দেবতা এবার আর হতাশ করেননি। ৭ ম্যাচ আগে ইংলিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব

জিতেছে অলরেডস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<103852 and publish = 1 order by id desc limit 3' at line 1