শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে তোপের মুখে লংকানরা

ক্রীড়া ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয়ার পর নিজ দেশে সংবাদমাধ্যম ও সমথর্কদের ভীষণ রোষের মুখে পড়েছে শ্রীলংকা ক্রিকেট দল। সোমবার ৯১ রানে ম্যাচ জিতে লংকানদের বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় আফগানরা। অবশ্য শুরুটা করেছিল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে হাথুরুসিংহের দলকে ১৩৭ রানে হারিয়েছিল টাইগাররা।

আফগানরা কেবল লংকানদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। এরপর দলের পারফরম্যান্সের ব্যাপক সমালোচনা করেছে শ্রীলংকার সংবাদমাধ্যম। দেশটির বেসরকারি ইংরেজি দৈনিক ‘ডেইলি মিরর’ শিরোনাম করেছে ‘দ্য ফ্লপ অব এশিয়া’। আর সরকারি ইংরেজি পত্রিকা ‘ডেইলি নিউজের’ শিরোনাম ‘চরম দুরাবস্থা’। এক্ষেত্রে তারা ‘নাদির’ শব্দ ব্যবহার করেছে। যেটি দ্বারা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের খারাপ অবস্থার সবির্নম্ন পযার্য় বোঝায়। এই দুই পত্রিকা ছাড়াও প্রভাবশালী আরেক দৈনিক ‘দ্য আইল্যান্ড’ শিরোনাম করেছে ‘শ্রীলংকা ক্রিকেটের জন্য দুঃখজনক রাত’।

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে হারই কেবল নয়, সববিভাগে রীতিমতো বিধ্বস্ত হয় হাথুরুসিংহের দল। তাই ‘বি’ গ্রæপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না তাদের। এমন ম্যাচেও আগের চেহারায় ধরা দেয় অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। আফগানদের ২৪৯ রানের জবাবে তারা ম্যাচ হারে ৯১ রানের বড় ব্যবধানে। ২০১৭’র জানুয়ারি থেকে সোমবার পযর্ন্ত ৪০টি ম্যাচের মধ্য ৩০টিতেই হেরেছে শ্রীলংকা।

দ্য মিরর প্রতিবেদনে লিখেছে, আগামী বছর ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্স মোটেও ভালো হচ্ছে না। পত্রিকাটি আরও লিখেছে, ১৯৯৬’র বিশ্বকাপ জয়ীদের এখন দ্রæততার সঙ্গে আত্ম-অনুসন্ধানে নামা উচিত। এজন্য দরকার হলে বড় ধরনের পরিবতর্নও করা উচিত।

সংবাদমাধ্যমের মতো সমথর্কদের হতাশা লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। হতাশার সঙ্গে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। যেমন একজন তার ফেসবুকে লিখেছেন, ‘আমরা অন্তত ভারতের প্রথম ম্যাচ খেলা পযর্ন্ত এশিয়া কাপে থাকতে পারতাম।’ তার আগে সোমবারই বিদায়ঘণ্টা বেগে গেছে শ্রীলংকার। লংকানদের দুই গ্রæপ সঙ্গী বাংলাদেশ ও আফগানিস্তান সুপার ফোরে উঠে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13186 and publish = 1 order by id desc limit 3' at line 1