শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৮ বছরেও ‘প্রাপ্তবয়স্ক’ নয় বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক
  ১১ নভেম্বর ২০১৮, ০০:০০

এক এক করে কেটে গেল ১৮টি বছর। দেড় যুগের পথচলায় টেস্ট ক্রিকেটের সঙ্গে এখনো ঠিক সখ্য গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। পরিসংখ্যান তেমনই সাক্ষ্য দেয়। এই ১৮ বছরে ১০৯টি টেস্ট খেলেছে টাইগাররা, হেরেছে ৮৩টিতে। ড্র করতে পেরেছে ১৬টি ম্যাচ। সাকল্যে জয় ১০টিতে। ১৯তম বষের্ পদাপের্ণর প্রথম দিনেই আজ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ১১০তম টেস্ট ম্যাচটি খেলতে নামবে টাইগাররা। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ বলে দিলেনÑ ১৮টি বসন্ত পেরিয়ে এলেও ক্রিকেটে অভিজাত সংস্করণে এখন অপ্রাপ্তবয়স্কই রয়ে গেছে বাংলাদেশ।

২০০০ সালের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা শুরু। শুরুর সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ভারত। এরপর ক্রিকেট বিশ্বের সব টেস্ট খেলুড়ে দলের (নবাগত আফগানিস্তান আর আয়ারল্যান্ড বাদে) বিপক্ষেই খেলেছে টাইগাররা। সেখানে সাফল্যের তুলনায় ব্যথর্তা অনেক বেশি। পেছন ফিরে তাকালে রাশি রাশি হতাশার গীতিকাব্যই বেশি নজরে পড়ে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো টেস্টের কুলিন সদস্যকে হারানোর সুখস্মৃতি আছে। কিন্তু এই ফরম্যাটে কখনোই ধারাবাহিক হয়ে উঠতে পারেনি টাইগাররা।

টানা ২৩ টেস্টে হারের লজ্জা আছে বাংলাদেশের। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলগুলো বরাবরই ছেলেখেলা করেছে টাইগারদের নিয়ে। সেটা তারা এখনো টেস্টের সঙ্গে ঠিকঠাক সখ্য গড়ে তুলতে পারেনি বলেই। জিম্বাবুয়ের মতো মিনোস দলও তাই বাংলাদেশে এসে বিজয়কেতন ওড়ায়। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নাকানিচুবানি খায় দল। এভাবে আর কতদিন চলবে, কে জানে? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে টেস্টে বাংলাদেশের দেড় যুগের মূল্যায়ন করলেন মাহমুদউল্লাহ। দেখালেন উন্নতির পথও।

মাহমউল্লাহর মতে, টেস্টে এখনো প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। বললেন, ‘যদি ফলাফলের দিক থেকে দেখেন, তাহলে হয়তো প্রাপ্তবয়স্ক হয়নি। টেস্ট ক্রিকেট আপনাকে খেলতে থাকতে হবে, তারপর আপনি ফলাফল পাবেন।’ সঙ্গে যোগ করেছেন, ‘অন্য ফরম্যাটে আমরা যেভাবে ভালো খেলছি, ছন্দ ধরতে পেরেছি, টেস্টে হয়তো সেটা ধরতে পারছি না। টেস্টে কিছু ম্যাচে আমরা ভালো করেছি, কিছু ম্যাচে আবার বাজে খেলেছি। এটা থেকে বের হওয়া দরকার। আমাদের বের হতেই হবে। যেকোনো ক্রিকেটে ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূণর্। আমাদের তিন বিভাগেই সুশৃঙ্খল হতে হবে। টেস্ট ক্রিকেটে আপনাকে ব্যাটিং-বোলিংয়ে ভালো জুটি গড়তে হবে। তাহলে ফল আপনার পক্ষে আসবেই।’

টেস্টে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ার পেছনে অনেকেই ঘরোয়া ক্রিকেটের দায় দেখেন। মাহমুদউল্লাহ অবশ্য তাদের দলে নন, ‘সদ্য সমাপ্ত জাতীয় লিগে আমার মনে হয়, ব্যাটসম্যানরা সবাই কম বেশি রান করছে। বোলাররাও উইকেট পেয়েছে। আমার মতে, জাতীয় লিগে ভালো ক্রিকেটই হয়েছে। যে কোনো জায়গাতেই কিন্তু সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করা কঠিন। জাতীয় লিগে ব্যাটসম্যান, বোলার সবাই ভালো করছে তাই টেস্টের ব্যথর্তার জন্য ঘরোয়া ক্রিকেটের অজুহাত দেয়া যাবে না।’

মাহমুদউল্লাহ আরও বলেছেন, ‘আমরা টেস্ট ক্রিকেটের ধাঁচ কখনো ধরতে পারি কখনো পারি না। যখন ধরতে পারি তখন খুব ভালো ছন্দে থাকি। আবার যখন এদিক-সেদিক হয় তখন আমরা নিজেদের গুটিয়ে ফেলি। সামনের দিকে এগোতে এই বিষয়গুলোর সমাধান খুঁজে বের করতে হবে। আর অগ্রগতির প্রশ্নে একটাই উত্তর, সেটি হলো ধারাবাহিকতা। ধারাবাহিকভাবে আমাদের পারফমর্ করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<21905 and publish = 1 order by id desc limit 3' at line 1