শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে মুশফিক-মিরাজ-তাইজুল

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সে নতুন উচ্চতায় উঠেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলাম। ক্যারিয়ারের সেরা টেস্ট র‌্যাংকিংয়ে অবস্থান করছেন তারা। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র?্যাংকিংয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন মুশফিক। বোলারদের র?্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২৭তম স্থানে তাইজুল, সাত ধাপ এগিয়ে ২৮তম মিরাজ।

মিরপুর টেস্টে বাংলাদেশের ২১৮ রানের জয়ে প্রথম ইনিংসে অপরাজিত ডাবল সেঞ্চুরি (২১৯) করেছিলেন মুশফিক। যে কারণে এ ডানহাতি উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ব্যাটিং র?্যাংকিংয়ে। তার আগের সেরা র?্যাংকিং ছিল ২১তম, যেটি অজর্ন করেছিলেন ২০১৭ সালের জুলাইয়ে। মাহমুদউল্লাহরও উন্নতি হয়েছে। ৭৪ থেকে ৫৭তম স্থানে উঠে এসেছেন এ ডানহাতি।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০৭ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে ২ উইকেট নিয়েছিলেন তাইজুল। এই বাঁহাতি জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টেও ছিলেন উজ্জ্বল। সব মিলিয়ে তিনি বোলিং র?্যাংকিংয়ে নিজের সেরা অবস্থানে পেঁৗছেছেন। মিরাজও পেঁৗছেছেন সেরা অবস্থানে। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করা মিরাজ এগিয়েছেন অলরাউন্ডার র?্যাংকিংয়েও। আট ধাপ এগিয়ে ১৫তম স্থানে তিনি। যথারীতি সাকিব আল হাসান (৪০৩ পয়েন্ট) এ তালিকার শীষের্।

এদিকে টেস্ট র?্যাংকিংয়ে আগের মতো ৯ নম্বরে থাকলেও ৬ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশ দলের। জিম্বাবুয়ের বিপক্ষে হারায় বতর্মানে ৬১ পয়েন্ট টাইগারদের। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে অবস্থানে বদল আনতে না পারলেও ১১ পয়েন্ট যোগ করতে পেরেছে জিম্বাবুয়ে। ১১৬ পয়েন্ট নিয়ে শীষের্ আছে ভারত। ভারতীয় দলপতি বিরাট কোহলি আছেন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীষের্, বোলারদের র‌্যাংকিংয়ে জেমস অ্যান্ডারসন।

ক্ষতিপূরণ মামলায় পাকিস্তানের হার

ক্রীড়া ডেস্ক

দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়ায় জরিমানা দাবি করে ভারতীয় ক্রিকেট বোডের্র (বিসিসিআই) বিরুদ্ধে আইসিসিতে মামলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোডর্ (পিসিবি)। কিন্তু সেখানেও কপাল পুড়েছে পিসিবির। মামলাটি সরাসরি খারিজ করে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটির দ্ব›দ্ব মীমাংসাকারী ডিসপুট প্যানেল। মঙ্গলবার এক বিবৃতিতে মামলা খারিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। এ পযর্ন্ত খেলেনি একটি সিরিজও। তাই চুক্তিভঙ্গের দায়ে ভারতীয় বোডের্র কাছ থেকে ৭ কোটি ডলার ক্ষতিপূরণের দাবি জানায় পাকিস্তান বোডর্। অন্যদিকে, ভারতের দাবি ছিল কেন্দ্রীয় সরকারের অনুমতি না পেলে কোনোভাবেই এই সিরিজ হওয়া সম্ভব নয়। বিসিসিআইয়ের আরও দাবি, ওই চুক্তি মানতেই হবে এটা আইনত কোথাও বলা নেই। ভারতীয় বোডের্র এক কমর্কতার্ পরিষ্কার জানিয়ে দেন, পাকিস্তান বোডের্ক এক টাকা ক্ষতিপূরণ দিতে তারা রাজি নন।

গত বছর আন্তজাির্তক ক্রিকেট কাউন্সিলের রেজুলেশন কমিটিতে ব্যাপক তকর্-বিতকের্র পর বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা করে পিসিবি। এজন্য তারা ১০০ কোটি রুপির একটা ফান্ডও গড়ে তুলেছিল। চলতি বছরের ১-৩ অক্টোবর পযর্ন্ত শুনানি হয় আইসিসিতে। শুনানিতে ডিসপুট প্যানেলের সভাপতিত্ব করেন ইংলিশ ব্যারিস্টার ও বø্যাকস্টোন চেম্বারের সদস্য মাইকেল বিল্ফ।

আইসিসির দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, বাধ্যবাধকতার কারণেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রকার আপিল করতে পারবে না পিসিবি।

বিশ্বকাপের আয়োজক হতে চায় স্পেন

ক্রীড়া ডেস্ক

কাতারে ২০২২ সালে বসবে ফুটবল বিশ্বকাপের পরবতীর্ আসর। ২০২৬ সালে অনুষ্ঠেয় পরের বিশ্বকাপের আয়োজকও ঠিক হয়ে গেছে। যৌথভাবে আসরটি আয়োজনের দায়িত্বভার পেয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা। এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে আগ্রহী অনেক দেশ। সেই তালিকায় আছে স্পেনও। তবে একা নয়, প্রতিবেশী মরক্কো আর পতুর্গালকে সঙ্গে নিয়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

স্পেন এর আগেও পতুর্গালের সঙ্গে যৌথভাবে ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল। কিন্তু বিডে (নিলাম) তাদের হারিয়ে আয়োজক হয়েছিল রাশিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<23397 and publish = 1 order by id desc limit 3' at line 1