শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের প্রস্তুতিতে বাধা ডিপিএল!

বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরু হবে ২০ এপ্রিল। মাত্র দশ দিন অনুশীলন করেই উড়াল দিতে হবে টাইগারদের
ক্রীড়া প্রতিবেদক
  ২৩ মার্চ ২০১৯, ০০:০০

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন ক্যাম্প করতে পারেনি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ আসর বিপিএলে ব্যস্ত থাকার কারণে নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নেয়া হয়নি। জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার ওই সময় জানিয়েছিলেন ক্রিকেটাররা যেহেতু খেলার মধ্যেই আছে, প্রস্তুতি নিয়ে তেমন ভাবনা নেই। অথচ জাতীয় দলের কোচিং স্টাফদের মুখে শোনা গেছে ভিন্ন কথা। তারা জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরের আদর্শ প্রস্তুতি বিপিএল নয়।

আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হওয়ায় আইসিসি ওয়ানডে বিশ্বকাপেও কি প্রস্তুতির অভাব ঘটবে টাইগার শিবিরে? বিসিবির সূত্র মতে আগামী ১৫ এপ্রিল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরু হবে ২০ এপ্রিল। মাত্র দশ দিন অনুশীলন করেই উড়াল দিতে হবে টাইগারদের।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলমান আসরে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিবে তারা, জাতীয় দলের ক্রিকেটারদের সেই আদর্শ অনুশীলনের মঞ্চটা তৈরি করে দিয়েছিল বিসিবি। তবে বর্তমান বিপর্যস্ত মানসিক অবস্থায় নিউজিল্যান্ড সফর ফেরত জাতীয় দলের ক্রিকেটারদের ইচ্ছের ওপর ডিপিএলের চলমান আসর ছেড়ে দিয়েছে বিসিবি। ক্লাবগুলোও পরিস্থিতির মুখে ক্রিকেটারদের ইচ্ছাকেই দিচ্ছে প্রাধান্য। সৌম্য সরকারসহ জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ডিপিএল খেলা শুরু করেছেন।

বাংলাদেশ দলের কোচিং স্টাফরাও এ মুহূর্তে ছুটিতে আছেন। নিউজিল্যান্ড থেকে দলের সঙ্গে গত শনিবার বাংলাদেশে এসেছিলেন প্রধান কোচ স্টিভ রোডস ও ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরন। তবে রোববারই তারা ফিরেছেন নিজ নিজ দেশে। এর আগেই তারা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। শুধু রোডস না দলের অন্যান্য কোচিং স্টাফ এর আগেই দলের সঙ্গে যোগ দেবেন। নিউজিল্যান্ড থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনীল যোশি, ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার মারিও ভিলস্নাভারায়ণ।

ইংল্যান্ডে যাওয়ার আগে ব্যস্ত সময় কাটিয়েছেন রোডস। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স ও বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন রোডস।

বিশ্বকাপ সামনে রেখে সূচি স্থির করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের জন্য অনুশীলন ক্যাম্প শুরু হবে ২০ এপ্রিল। খুব বেশি দেশের মাটিতে মাত্র দশ দিনের জন্যই আয়োজন করা হবে এই অনুশীলন ক্যাম্প। তারপরই বাংলাদেশ দল উড়ে যাবে আয়ারল্যান্ড। সেখানে কয়েকটি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে বিশ্বকাপে লড়তে রওনা হবে ইংল্যান্ডে।

টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে আয়ারল্যান্ড সফরের মধ্য দিয়ে। বিশ্বকাপের আগে নিজেদের শেষ পরীক্ষায় ঝালিয়ে নেয়ার জন্য আয়ারল্যান্ডে একটি তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে তৃতীয় দলটি হলো ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের এই টুর্নামেন্ট খেলায় ইংল্যান্ডের কন্ডিশনের সুবিধাটা একটু আগেভাগে পেয়ে যাবে বাংলাদেশ। মে-জুনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের আবহাওয়া প্রায় একই রকম থাকে।

আয়ারল্যান্ডের মাটিতেই ইংল্যান্ডে রওনা হওয়ার আগে সেখানকার আবহাওয়া সম্পর্কে নিজেদের ভালোভাবে খাপ খাইয়ে নেয়ার বাড়তি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে তিনজাতি টুর্নামেন্ট শেষ করার পর একটু আগেভাগে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সাত-আটদিন আগের সেই খরচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বহন করবে।

আগামী ৭ মে থেকে ১২ মে আয়ারল্যান্ডের ডাবলিনে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশ দলের ব্যস্ততা বাড়ছে। ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শেষে ল্যাঙ্কাশায়ারে অনুশীলন ক্যাম্প, তারপর বিশ্বকাপ মিশন। সে কারণেই আগামী এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জাতীয় দলের সব ক্রিকেটার নিয়ে অনুশীলন ক্যাম্প আয়োজন করতে চান হেড কোচ স্টিভ রোডস। তবে ডিপিএল বিলম্বে শুরু হওয়ায় কোচের এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) আগামী ২২ এপ্রিলের আগে শেষ হওয়ার লক্ষণ নেই। ডিপিএলের কো অর্ডিনেটর আমিন খান জানিয়েছেন তা- 'আশা করছি ২২ এপ্রিলের মধ্যে লিগ শেষ করতে পারব।'

ডিপিএলে জাতীয় দলের ক্রিকেটাররা খেললে দেশে বিশ্বকাপ স্কোয়াডের সকল ক্রিকেটারকে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অনুশীলন ক্যাম্পে এক সঙ্গে পাওয়া যাবে না। পরিস্থিতির মুখে সব ক্রিকেটারকে নিয়ে একসঙ্গে ২ সপ্তাহের বেশি দেশে অনুশীলনের সুযোগ পাবে না ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রস্তুতির বিষয়ে ইতোমধ্যে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন কথা বলেছেন, 'আমাদের পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ২০ এপ্রিল। আর আয়ারল্যান্ডের তিনজাতি ক্রিকেটে খেলতে বাংলাদেশ দল রওনা হবে পহেলা মে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42252 and publish = 1 order by id desc limit 3' at line 1