শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিব-লিটনকে নিয়ে ভয় অস্ট্রেলিয়ার

অবশ্যই সাকিবের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে। কাজেই সাকিব ও লিটনসহ অন্য সব টপ অর্ডারদের ওপর আমাদের নজর রাখতে হচ্ছে। সেই সঙ্গে তাদের বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হবে
নতুনধারা
  ২০ জুন ২০১৯, ০০:০০
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ব্যাট হাতে ঝড় তুলবেন সাকিব আল হাসান। বুধবার অনুশীলনে ব্যস্ত বাঁহাতি এই অলরাউন্ডার -বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

টন্টনে পাকিস্তানকে হারিয়ে নটিংহ্যাম আসার পর লম্বা বিরতি পেয়েছিল অস্ট্রেলিয়া দল। এই সময়ে টন্টনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য রান তাড়া টিভিতেই দেখেছেন তারা। সে ম্যাচ তো বটেই, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা সাকিব আল হাসান তাদের চিন্তার কারণ ছিলেন আগেই। উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি আলাদা করে বললেন লিটন দাসের কথাও।

বুধবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজ মাঠে হালকা অনুশীলন ছিল অস্ট্রেলিয়ার। ১২ জুন সর্বশেষ ম্যাচ খেলার পর হাতে থাকা সময় আগেই কাজে লাগিয়ে ম্যাচ ভেনু্যতে জম্পেশ প্রস্তুতি হয়ে গেছে তাদের। পরিসংখ্যান মাথায় নিলে অবশ্য বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে বেশ সহজ প্রতিপক্ষই। বিশ্বকাপে যে কখনো অসিদের হারাতে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতেই হারিয়েছে কেবল একবার, তাও সেই ২০০৫ সালে।

কিন্তু সাম্প্রতিক ফর্ম, দু দলের বদলে যাওয়া বাস্তবতা লড়াইটা এখন আর কেবল একপেশে নয়। টন্টনে ক্যারিবিয়ানদের দেয়া ৩২২ রান তাড়ায় ৫১ বল আগেই দাপট দেখিয়ে জিতে যাওয়ার পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে আলাদা করে ভাবছে অস্ট্রেলিয়া।

উইকেটকিপার ক্যারির কথায় বোঝা গেল ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর অসিদের ভাবনায় বাংলাদেশের টপ অর্ডার, 'অবশ্যই সাকিবের নেতৃত্বে বাংলাদেশ এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে। কাজেই সাকিব এবং অন্যসব টপ অর্ডারের ওপর আমাদের নজর রাখতে হচ্ছে। সেই সঙ্গে তাদের বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হবে।'

চার ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৮৪ রান করে এই মুহূর্তে সাকিবই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাকে বিপদে ফেলার মতো বল করার পথ খুঁজছে অসিরা, 'আমার মনে হয় সাদা বলে সে (সাকিব) ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। আমাদের খুঁজে বের করতে হবে কোন লাইন-লেন্থে ওকে বল করতে হবে। আমার মনে হয় কন্ডিশনটাও খতিয়ে দেখা দরকার। সাধারণত আমাদের নিজেদের পরিকল্পনা নিয়েই আগাই, প্রতিপক্ষের সবাইকে নিয়েই পরিকল্পনা করে থাকি।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ বলে অপরাজিত ১২৪ রান করেছিলেন সাকিব। তার সঙ্গে অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটিতে ম্যাচ জিতিয়ে আসা লিটন দাস চালিয়েছিলেন ৬৯ বলে ৯৪ রানের তান্ডব। ক্যারি জানান, এই দুজনের নাম আলাদা করেই আলোচিত হচ্ছে অস্ট্রেলিয়া দলে, 'যদি আগে বল করি তাহলে লক্ষ্য থাকবে যত দ্রম্নত সাকিবকে ফেরানো যায়। সে দুর্দান্ত ছন্দে আছে। আবার দেখেন সেদিন লিটন দাস কি অবিশ্বাস্য ইনিংস খেলেছে। আমার মনে হয় তাদের পুরো ব্যাটিং লাইনআপ নিয়েই ভাবনার আছে, সবাইকে নিয়েই পরিকল্পনার আছে।'

বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচে সাকিবের স্পিন ঘূর্ণিতে লাল হয়েছিল স্টিভেন স্মিথ- ডেভিড ওয়ার্নাররা। সেই স্মৃতি মনে করেই হয়তো সাকিবকে সামলানোর অনুশীলনে আটঘাট বেঁধেই মাঠে নেমেছে অজিরা।

সাকিবের প্রশংসা করার সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করে বলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার, 'বর্তমানে বিশ্বে সেরা অলরাউন্ডারের সঙ্গে সঙ্গে সেরা একজন বাঁহাতি স্পিনারও সাকিব। এমন সময়ে অ্যাস্টনকে পেয়ে যাওয়াতে খুবই ভালো হয়েছে। এক বছর আগেও সে জাতীয় দলে ছিল। আশা করি, এখানেও সে আমাদের ব্যাটসম্যানদের স্পিন সামলানোর মন্ত্র পাতিয়ে দেবে।'

এদিকে অস্ট্রেলিয়ার সহকারী কোচ রিকি পন্টিংও সাকিব নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সতীর্থদের। ব্যাপারটি নিয়ে অবশ্য মোটেও ভাবছেন না বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান। আগের চার ম্যাচের মতোই তিনি বৃহস্পতিবারের ম্যাচেও ব্যাট-বল হাতে দেখাতে চান দাপট। সেই সঙ্গে দলের জয়েও রাখতে চান বড় ভূমিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<54428 and publish = 1 order by id desc limit 3' at line 1